adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নিষেধাজ্ঞা আরোপকারী দেশগুলোর ওপর মস্কোর পাল্টা নিষেধাজ্ঞা

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনআন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ­াদিমির পুতিনের নির্দেশে কয়েকটি দেশের বিরুদ্ধে পাল্টা নিষেধাজ্ঞা আরোপ করেছে মস্কো। এ নিষেধাজ্ঞার কারণে ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশ থেকে এক বছরের জন্য খাদ্য এবং কৃষিপণ্য আমদানি করা যাবে না।  
গত ২৯ জুলাই ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকা একসঙ্গে রাশিয়ার অর্থনৈতিক, প্রতিরক্ষা ও জ্বালানি খাতের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। নিষেধাজ্ঞা আরোপকারী এসব দেশ থেকে পণ্য কিনবে না মস্কো।
 ইউক্রেন ইস্যুতে রাশিয়া ও পশ্চিমা দেশগুলোর মধ্যে সম্পর্কের টানাপড়েনের জের ধরে বেশ কিছুদিন থেকে নিষেধাজ্ঞা ও পাল্টা নিষেধাজ্ঞা আরোপের ঘটনা চলছে। এ বিষয়ে ক্রেমলিন এক বিবৃতিতে বলেছে, পাল্টা নিষেধাজ্ঞার জন্য প্রেসিডেন্ট পুতিন একটি ডিক্রি জারি করেছেন।
সম্প্রতি ইউক্রেনের আকাশসীমা থেকে মালয়েশিয়া এয়ারলাইন্সের একটি বিমান ক্ষেপণাস্ত্রের আঘাতে ভূপাতিত হয়। এজন্য তড়িঘড়ি করে রাশিয়াকে দায়ী করে আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন। কিন্তু রাশিয়া তা অস্বীকার করলেও এ ইস্যুতে মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা দ্রততর করা হয়। তারই জবাব দিল রাশিয়া।

 

 

 

 

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া