adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রোজ সাঁতার কেটে স্কুলে যায় শতাধিক ছাত্র

ডেস্ক রিপোর্ট : স্কুলে পড়ার জন্য তালিবানিদের বিরোধিতা করে গুলি খেতে হয়েছিলেন পাকিস্তানের মালালা ইউসুফজাইকে৷ এখন সে গোটা বিশ্বের কাছে অনুপ্রেরণা৷ এবার ভারতে, খোদ প্রধানমন্ত্রীর রাজ্যে দেখা গেল পড়াশোনার জন্য আদিবাসী গ্রামের শ'খানেক ছেলেমেয়ের নতুন লড়াই৷
না কোনও, গোলা-গুলির সামনে পড়তে হয়নি তাদের৷ তবে নিত্যদিন এক আশ্চর্য লড়াই করতে হচ্ছে তাদের, সাঁতার কেটে৷ স্কুল যেতে প্রতিদিন ৬ কিলোমিটার সাঁতরাতে হয় মধ্য গুজরাতের তিলকওয়ারার শতাধিক পড়ুয়াকে৷ নর্মদা জেলার আদিবাসী ওই গ্রামটি একপাশ দিয়ে নদী বয়ে গিয়েছে৷ কাছের একমাত্র স্কুল সড়কপথে গেলে ২০ কিলোমিটার দূরে৷ নদীতেও নৌকা চলে না৷ তাই সময় বাঁচাতে সাঁতারই ভরসা৷ 
প্রতিদিন গ্রামের একদল ছেলে-মেয়ে সাঁতরে স্কুলে যায় ও আসে৷ স্কুলের জামা-কাপড়, জরুরি বই তারা ভরে নেয় কলসিতে৷ কলসি ভাসিয়ে নিয়ে যায় অন্য পাড়ে৷ শুকনো জামা পরে নেওয়ারও আলাদা জায়গা নেই৷ তাই বিশেষত ছাত্রীদের ভিজে জামা পড়েই কাটাতে হয়৷ প্রতিদিন এভাবে সাঁতরে যেতে গিয়ে ঠাণ্ডা লেগে  অসুখ হয়৷ পড়তে গেলে এই কষ্ট যে করতে হবে তা জানে গীতা, সিদ্ধার্থ বারিয়ারা৷ 
গ্রামের মোড়ল জানালেন, বহুদিন ধরেই সমস্যার কথা প্রশাসনকে জানানো হয়েছে৷ কাজ হয়নি৷ 
যদিও জেলা প্রশাসন জানাচেছ শীঘ্রই সেখানে নতুন সেতু তৈরি হবে৷ যার উপর দিয়ে সাইকেল, বাইক নিয়ে যাওয়া যাবে৷ এ জন্য অর্থও বরাদ্দ হয়েছে৷

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া