adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

আমাদের ছেলে-মেয়ের ক্ষতির দায়ভার কে নেবে?’

images (1)ঢাকা: হরতালের কারণে দুদিন পিছিয়ে ৭ নভেম্বর শুরু হয় জুনয়ির স্কুল সারটফিকিটে (জেসসি) ও জুনিয়র দাখিল সার্কিফিকেট (জেডিসি) পরীক্ষা। পিছিয়ে যাওয়া পরীক্ষা শুক্রবার বন্ধের দিনে শেষ হতে না হতেই ফের ৭২ ঘণ্টার হরতালের ডাক দিয়েছে ১৮ দলীয় জোটের।

ফের হরতালের ঘোষণায় উদ্বেগ বেড়েছে পরীক্ষার্থী, অভিবাবকসহ শিক্ষকদের। এভাবে একের পর এক টানা হরতালের ঘোষণা এলে সময়মত শেষ হবে না পরীক্ষা। এখন হরতালের সময় আক্রান্ত হচ্ছে শিশুরাও।  এছাড়া বারবার পরীক্ষা পেছানোর কারণে মানসিকভাবে ভেঙে পড়তে পারে শিশুরা। এমনকি পড়াশোনায় আগ্রহও হারিয়ে ফেলার আশঙ্কা থেকে যায়। অভিভাবকদের প্রশ্ন, রাজনীতিকরা নিজেদের কারণে হরতাল দিচ্ছে, সহিংসতা করছে। কিন্তু এতে তাদের সন্তানদের কোনো ক্ষতি হলে তার দায় কে নেবে?…খুবই মোক্ষম প্রশ্ন!

নভেম্বর-ডিসেম্বর মাসেজুড়ে বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীদের পরীক্ষার সময়। ফলে ঘন ঘন হরতালে বিপাকে পড়ছে শিক্ষা মন্ত্রণালয়। নির্ধারিত সময়সূচি অনুসারে জেএসসি ও জেডিসি পরীক্ষা শেষ হওয়ার কথা ২০ নভেম্বর। আবার একই দিনে অর্থাৎ ২০ নভেম্বর থেকেই শুরু হওয়ার কথা দেশের সবচেয়ে বড় পাবলিক পরীক্ষা পঞ্চম শ্রেণীর প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা। এভাবে হরতাল চলতে থাকলেও এই পরীক্ষা সময়মত শুরু হবে না।

অন্যদিকে দশম জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৭ ডিসেম্বরের মধ্যে সব পরীক্ষা শেষ করার জন্য শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়কে তাগিদ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ঘন ঘন হরতালে ইসির বেঁধে দেয়া সময়ে পরীক্ষা শেষ করা নিয়ে উদ্বেগে আছে কর্তৃপক্ষ।

আবারো হরতাল ঘোষণায় কর্তৃপক্ষে সাথে সাথে উৎকণ্ঠার কথা জানালেন শিক্ষার্থীদের অভিবাবকরাও।

নাজিম উদ্দিন নামের এক অভিবাবক বলেন, ‘হরতাল মানেই এখন সহিংসতা। শুধু হরতালের দিনে নয়, আগের দিনেও চলে তাণ্ডব। এমন পরিস্থিতিতে বাচ্চাদের পরীক্ষা কেন্দ্রে যাওয়ার কথা ভাবতেই পারি না।’

প্রায় একই সুরে বললেন আসিফ আদনানা। তিনি বলেন, ‘হরতালের আগের দিন থেকেই শুরু হয়ে যায় গাড়ি ভাঙচুর, বোমাবাজি, জ্বালাও পোড়াও। রাস্তায় গাড়ির পরিমাণ থাকে খুবই কম। তাই দূর দূরান্ত থেকে যারা পরীক্ষা দিতে আসে তাদের জন্য হরতাল আরেক দুর্ভোগের নাম।’

৯ নভেম্বর হরতালের আগের দিন হবে জেএসসির বাংলা ২য় পত্র পরীক্ষা এবং জেডিসির আরবি ১ম পত্র পরীক্ষা। হরতালের আগের দিনের সহিংসতার নিয়ে দুঃশ্চিন্তার কথা বলছেন অনেক অভিবাবক।

জেএসসি পরীক্ষার্থী মনিপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রী সাদিয়া হাসনাত বলেন, ‘হরতালের খবর শুনে ভীষণ হতাশ লাগছে। আসলে আমাদের কথা কেউই ভাবে না। প্রস্তুতি ভালো ছিল, কিন্তু এখন মনবল হারিয়ে ফেলছি।’

সাদিয়ার বাবা রফিকুল ইসলাম বলেন, ‘হরতালের সময় আমাদের ছেলে-মেয়েদের কোনো ক্ষতি হলে তার দায়ভার কে নেবে? তাছাড়াও পরীক্ষার জন্য বাচ্চাদের মানসিক প্রস্তুতিরও ব্যাপার আছে। বারবার হরতাল দিয়ে ছাত্র-ছাত্রীদের মাঝে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে। এর দায় কোন দল নিবে?’

মিরপুরের বশিরউদ্দিন আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছাত্র হাসিবুল আনোয়ার বলেন, ‘হরতালের কারণে এমনিতেই আমাদের ৬টি পরীক্ষা একটানা হওয়ার কথা ছিল। এরমধ্যে আবারও হরতাল দিয়েছে। প্ল্যান করে পড়াশোনা করেছিলাম, হরতালের কারণে সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে।’

প্রসঙ্গত, ১০ নভেম্বর জেএসসির ইংরেজি দ্বিতীয় পত্র, ১১ নভেম্বর বিজ্ঞান/সাধারণ বিজ্ঞান এবং ১২ নভেম্বর ইসলাম ও নৈতিক শিক্ষা/ইসলাম শিক্ষা, হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা/হিন্দুধর্ম শিক্ষা, বৌদ্ধধর্ম ও নৈতিক শিক্ষা/বৌদ্ধধর্ম শিক্ষা এবং খ্রিস্টধর্ম ও নৈতিক শিক্ষা/খ্রিস্টধর্ম শিক্ষা বিষয়ের পরীক্ষা হওয়ার কথা ছিল। একই দিনে জেডিসির ইংরেজি (অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য) ও ইংরেজি প্রথম পত্র, ১১ নভেম্বর ইংরেজি দ্বিতীয় পত্র এবং ১২ নভেম্বর বাংলা সাহিত্য (অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য) ও বাংলা প্রথম পত্রের পরীক্ষা ছিল।

উল্লেখ্য, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট হরতালে ৪ ও ৬ নভেম্বরের জেএসসি-জেডিসির চারটি বিষয়ের পরীক্ষা পিছিয়ে দেয়া হয়।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2013
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া