adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চাঁপা রানী হত্যা মামলায় রনির মৃত্যুদণ্ড

চাপা রানী ও রনি সাহাডেস্ক রিপোর্ট : ফরিদপুরে চাপা রানী ভৌমিক হত্যা মামলার রায়ে প্রধান আসামি দেবাশীষ সাহা ওরফে রনি সাহার মৃত্যুদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ওই মামলায় অন্য দুই আসামি অপু ও আলমগীরকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। সোমবার সকালে ফরিদপুরের জেলা ও দায়রা জজ আদালতে উভয়পক্ষের যুক্তিতর্ক শেষে আদালতের বিচারক মো. আনোয়ারুল হক এ রায় ঘোষণা দেন। 
ফরিদপুরের সরকারি কৌঁসুলি (পিপি) খসরুজ্জামান দুলু জানান, মামলার তিন আসামির মধ্যে প্রধান আসামি রনি সাহা উচ্চ আদালত থেকে জামিন পেয়ে পলাতক রয়েছেন। 
নির্দোষ প্রমাণিত হওয়ায় অপর দুই আসামিকে বেকুসুর খালাস দেওয়া হয়েছে বলেও জানান তিনি। ২০১০ সালের ২৬ অক্টোবর নিজ বাড়ির সামনের সড়কে বখাটে রনি সাহা মোটরসাইকেলে পিষ্ট করে চাঁপা রাণীকে হত্যা করেন।
পরদিন নিহত চাঁপা রাণীর ভাই অরুণ বিশ্বাস বাদী হয়ে মধুখালী থানায় বখাটে রনি সাহা, অপু ও আলমগীরকে আসামি করে  হত্যা মামলা দায়ের করেন। চাপা রানী ভৌমিক ফরিদপুরের মধুখালী উপজেলার পশ্চিম গাড়াখোলা গ্রামের বাসিন্দা।  

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া