adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ইংল্যান্ডের ১০০ বলের টুর্নামেন্টে কোচ শেন ওয়ার্ন

স্পাের্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্পিন বোলার শেন ওয়ার্ন কোচিং পেশায় নাম লিখিয়েছেন। লন্ডন-ভিত্তিক দল ‘লন্ডন মেন’র প্রধান কোচ হিসেবে তার নাম ঘোষণা করা হয়েছে।

এই দলটি ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের নতুন ঘরানার ১০০ বলের ইনিংসের টুর্নামেন্টে অংশ নেবে।
এখানে ১০ বল পরপর প্রান্ত বদল হবে। একজন বোলার একটানা পাঁচ অথবা দশটি বল করতে পারবেন।
ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা লেগস্পিনার ওয়ার্ন ১৪৫ টেস্টে নিয়েছেন ৭০৮ উইকেট। ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন ৩৭ বার। ম্যাচে ১০ উইকেট দশবার। টেস্টে সেরা বোলিং ৮-৭১।

ওয়ার্ন আইপিএলে একবার কোচ কাম খেলোয়াড়ের দায়িত্ব পালন করলেও এই প্রথম কোনো দলের প্রধান কোচ হলেন।
ক্যারিয়ারের নতুন ইনিংস শুরু করার আগে বলেন, ‘নতুন টুর্নামেন্টে আধুনিক ক্রিকেটারদের সঙ্গে কাজ করতে পারলে আমার ভালো লাগবে। এটাই আমার সত্যিকারের উপভোগের জায়গা। চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছি।
ওয়ার্ন ১৯৯৯ সালে অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন। পরের বছরও বিশ্বজয়ী দলের সদস্য থাকতে পারতেন, কিন্তু টুর্নামেন্ট শুরুর একদিন আগে ড্রাগ টেস্টে ধরা পড়ে ছিটকে যান।

নতুন নিয়মের ‘হান্ড্রেড’ টুর্নামেন্টে কোনো দলের দায়িত্ব নেওয়ার কারণ হিসেবে ৪৯ বছর বয়সী এই কিংবদন্তি বলেন, ‘হান্ড্রেড টুর্নামেন্টের কনসেপ্ট আমার ভালো লেগেছে, যেমনটি লেগেছিল আইপিএলের।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
August 2019
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া