adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

লোকসভায় অনিয়মিত মন্ত্রীদের নামের তালিকা চাইলেন মোদী

আন্তর্জাতিক ডেস্ক : আগের মেয়াদের চেয়ে আরো শক্তভাবে সরকারের হাল ধরতে চান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানিয়েছেন, নিজ মন্ত্রীদেরও তিনি ছাড় দেবেন না। চলতি লোকসভা অধিবেশনে যে সকল মন্ত্রী অনুপস্থিত ছিলেন তাদের তালিকা চেয়েছেন তিনি। এনডিটিভি।

বিজেপির পার্লামেন্টারি বৈঠকে লোকসভায় যে সব মন্ত্রী অনুপস্থিত থাকছেন তার তালিকা তলব করেন ভারতের প্রধানমন্ত্রী। বিজেপি নেতাদের সঙ্গে বৈঠকে ‘রাজনীতির উর্ধ্বে উঠে কাজ’ করার ব্যাপারে দলীয় এমপিদের পরামর্শও দেন নরেন্দ্র মোদী। ওই বৈঠকে দেশের সা¤প্রতিক জলসঙ্কট মোকাবিলায় প্রধানমন্ত্রী মোদী এমপিদের নিজেদের নির্বাচনী এলাকার সরকারী কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসতে এবং জনগণের সামগ্রিক সমস্যা নিয়ে আলোচনা করারও পরামর্শ দেন।

প্রধানমন্ত্রী মোদী দলীয় এমপিদের পরামর্শ দিয়ে বলেন, ‘এমপিদের অবশ্যই তাঁদের নির্বাচনী এলাকায় গিয়ে কিছু না কিছু বিশেষ কাজ করতে হবে, স্থানীয় প্রশাসনের সঙ্গে মিলে মিশে কাজ করতে হবে এবং সামাজিক কাজেও অংশগ্রহণ করতে হবে।’ সংসদীয় বৈঠকে বারবার এই বিষয়গুলিতে প্রধানমন্ত্রী জোর দিয়েছেন বলেও একটি সূত্র নিশ্চিত করেছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
July 2019
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া