adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রাশিয়াকে নতুন ক্ষেপণাস্ত্র ধ্বংসের ডেডলাইন দিল ন্যাটো

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার তৈরি নতুন ক্ষেপণাস্ত্র ধ্বংসের ডেডলাইন দিয়েছে ন্যাটো। আগামী আগস্ট মাসের আগে এ ক্ষেপণাস্ত্র ধ্বংস করে ইউরোপের বাইরে স্থলভিত্তিক পরমাণুবাহী ক্ষেপণাস্ত্র চুক্তি রক্ষার কথা জানানো হয়েছে।

তা না হলে এ অঞ্চল আরও বেশি জোটের কড়া জবাবের মুখোমুখি হবে। মঙ্গলবার ন্যাটোর পক্ষ থেকে এ কড়া বার্তা দেয়া হয়। খবর তুরস্ক ভিত্তিক গণমাধ্যম ইয়েনি শাফাকের।

প্রতিবেদনে বলা হয়, ন্যাটোর প্রতিরক্ষামন্ত্রী এ বিষয়ে আগামী বুধবার পরবর্তী পদক্ষেপের জন্য আলোচনা করবে।

যুক্তরাষ্ট্র বলছে, যদি মস্কো তাদের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ধরে রাখে, তাহলে ইউরোপকে পরমাণু হামলার স্বল্প সময়ের নোটিশ দেয়ার অনুমতি দেয়া হবে এবং ১৯৮৭ সালের অন্তর্বর্তী পরিসীমা পারমাণবিক চুক্তি (আইএনএফ) ভাঙা হবে।

সাংবাদিক সম্মেলনে ন্যাটোর সেক্রেটারি জেনস স্টলটেনবার্গ বলেন, আমরা দায়িত্বশীল পথ বেছে নিতে রাশিয়াকে আহ্বান জানাচ্ছি। কিন্তু রাশিয়া তা-ই করবে বলে কোনো আভাস দেখছি না। আমাদের প্রয়োজনে জবাব দিতে হবে।

তবে তিনি এসবের বিস্তারিত জানাতে অস্বীকার করেছেন। কিন্তু কূটনৈতিকরা বলছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধপরিকল্পনা অনুযায়ী পরমাণুবাহী ক্ষেপণাস্ত্র সক্ষমতা, সেনাবাহিনীর অধিক প্রশিক্ষণ এবং মার্কিন সমুদ্রভিত্তিক ক্ষেপণাস্ত্র ফের প্রতিস্থাপন- এসব বিষয় নিয়ে ন্যাটো প্রতিরক্ষামন্ত্রীরা বিবেচনা করছেন যে পুরো ইউরোপজুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়বে।

যুক্তরাষ্ট্র এবং তার ন্যাটো জোট রাশিয়ার ৯এম৭২৯/এসএসসি-৮ মডেলের পারমাণবিক ক্ষমতা সক্ষম ক্রুজ মিসাইলের সিস্টেম ধ্বংস চায়। মস্কো এটি করতে প্রত্যাখ্যান করে আসছে। রাশিয়ার যুক্তি, এটি ‘আইএনএফ’ চুক্তি লঙ্ঘন করছে না।

কোনো রকম সমঝোতা না হলে যুক্তরাষ্ট্র বলছে, তারা ‘আইএনএফ’ চুক্তি থেকে নিজেদের আগামী ২ আগস্ট প্রত্যাহার করবে। এছাড়া নিজস্ব সক্ষমতায় মাঝারি পাল্লার পরমাণু ক্ষেপণাস্ত্র তৈরিতে বাধ্যবাধকতা তুলে উন্নয়নের কাজ করবে।

রুশ সীমান্তের কাছে যুক্তরাষ্ট্র স্থলভিত্তিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করলে ১৯৬২ সালের কিউবান ক্ষেপণাস্ত্র সংকটের মতো অবস্থা তৈরি হবে। কিন্তু স্টলটেনবার্গ বলেন, এমন কোনো পরিকল্পনা তাদের হাতে নেই।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
June 2019
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া