adv
১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দেহরক্ষীর গুলিতে নিহত ইথিওপিয়ার সেনাপ্রধান

আন্তর্জাতিক ডেস্ক : দেহরক্ষীর গুলিতে নিহত হয়েছেন ইথিওপিয়ার সেনাপ্রধান জেনারেল সিয়ার মেকনেন। রাজধানী আদ্দিস আবাবায় তার সঙ্গে নিহত হয়েছেন আরও একজন সামরিক কর্মকর্তা।

দেশটির উত্তরাঞ্চলে আমহার রাজ্যে একটি সামরিক অভ্যুত্থানের চেষ্টা প্রতিহত করতে গিয়ে সেনাপ্রধান এবং ওই সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন বলে দেশটির প্রধানমন্ত্রী আবি আহমেদ জানিয়েছেন।

বিবিসি জানায়, এ ঘটনায় নিহত হয়েছেন আমহারা রাজ্যের গর্ভনর আমবাকেও মেকোনেন। তার একজন উপদেষ্টাও গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। এতে গুরুতর আহত হয়েছেন রাজ্যটির অ্যাটর্নি জেনারেলও।

গত কয়েক বছরে জাতিগত সংঘাতের মধ্যে এ সামরিক অভ্যুত্থানের চেষ্টা চলে বলে জানা গেছে।

এই চেষ্টার পেছনে কে বা কারা ছিলেন সেটি এখনো জানা যায়নি। সরকারের পক্ষ থেকেও কিছু বলা হয়নি। তবে প্রাথমিকভাবে প্রধানমন্ত্রী আবি জানিয়েছিলেন, বিদেশি তথা ভাড়াটে সৈনিক দ্বারা সেনাপ্রধান আক্রান্ত হয়েছেন।

এদিকে সেনাপ্রধানকে হত্যা করা ওই দেহরক্ষীকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বাহির দরের স্থানীয়রা জানিয়েছেন, তারা শহরে গোলাগুলির শব্দ শুনতে পেয়েছেন। এই পরিস্থিতিতে মার্কিন দূতাবাস সতর্কতা জারি করেছে।

বিবিসি জানিয়েছে, গোটা দেশের ইন্টারনেট ব্যবস্থা আংশিক অচল করে দেওয়া হয়েছে।

হিলিমারীম দেশলেগন পদত্যাগ করলে সাবেক সেনা কর্মকর্তা আবি ক্ষমতায় আসেন ২০১৮ সালের এপ্রিলে। তখন থেকেই দেশটির রাজনৈতিক হালচালে বড় ধরনের পরিবর্তন আসে।

আবি সরকার শত শত রাজনৈতিক বন্দিকে মুক্তি দিতে থাকেন। একই সঙ্গে নিষিদ্ধ কিছু ওয়েবসাইট খুলে দেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
June 2019
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া