adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ভারতের লোকসভা নির্বাচনে প্রচারণা চালাতে গিয়ে বিপাকে চিত্রনায়ক ফেরদৌস

বিনােদন ডেস্ক : ভারতের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে তৃণমূলের এক প্রার্থীর পক্ষে প্রচার চালাতে গিয়ে বেশ বিপাকে পড়েছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করার পর ফেরদৌসের ভিসা বাতিল করেছে দেশটির কর্তৃপক্ষ। সূত্র জানিয়েছে, ভিসা বাতিলের পর পাসপোর্ট জব্দ করে ফেরদৌসকে ভারতীয় কর্তৃপক্ষের হেফাজতে রাখা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, বিজেপি ফেরদৌসের গ্রেপ্তার চায়। তবে বাংলাদেশ হাইকমিশনের হস্তক্ষেপে বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে।

পয়লা বৈশাখের দিন রায়গঞ্জের তৃণমূল প্রার্থী কানহাইয়ালাল আগরওয়ালের সমর্থনে রোড শো এবং সভা করেন ফেরদৌস। তারপরই বিতর্কে তুঙ্গে ওঠে। মঙ্গলবার নির্বাচন কমিশনে নালিশ জানায় বিজেপি। গেরুয়া শিবিরের অভিযোগ, কলকাতার সিনেমা শিল্পের ‘নাম্বার ওয়ান’ শ্রীকান্ত মোহতার কোটাতেই ভারতে এসে তৃণমূলের হয়ে প্রচারে নেমেছেন তিনি।

যদিও নির্বাচনের আদর্শ আচরণবিধিতে এমন কিছু আছে কি না সে বিষয়ে রাজ্য নির্বাচন কমিশনের পক্ষে স্পষ্ট করে কিছু বলা হয়নি। কমিশন সূত্রে খবর, জাতীয় নির্বাচন কমিশনের কাছে গোটা বিষয়টি পাঠানো হচ্ছে।

বৃহস্পতিবার ভোট হবে রায়গঞ্জে। মঙ্গলবার বিকালে শেষ হয়েছে প্রকাশ্য প্রচার। তৃণমূল প্রার্থী কানহাইয়ালাল আগরওয়াল অবশ্য জানিয়েছেন, তিনি এ ব্যাপারে কিচ্ছু জানেন না। মানে ফেরদৌস যে বাংলাদেশ থেকে এসে তাকে ভোট দেওয়ার আবেদন জানিয়েছেন, সে ব্যাপারটি তার কিছু জানা নেই বলে তিনি সংবাদমাধ্যমে জানিয়েছেন।

অতীতে দেখা গিয়েছে ভিন রাজ্যের অভিনেতা, অভিনেত্রীদের বাংলায় প্রচারে আসতে। খেলোয়াড়দেরও দেখা যেত ভোট প্রচারে শামিল হতে। কিন্তু ‘বিদেশি’ অভিনেতাকে ভোটপ্রচারে আনা, এ বোধহয় আগে কখনও দেখা যায়নি। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কটাক্ষ করে বলেছিলেন, ‘এরপর কোনদিন ইমরান খানকে প্রচারে নিয়ে আসবে তৃণমূল।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
April 2019
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া