adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

পহেলা বৈশাখ হিন্দুদের সংস্কৃতি মনে করে ব্রাহ্মণবাড়িয়ায় মঙ্গল শোভাযাত্রা প্রতিহতের ঘোষণা কওমি শিক্ষার্থীদের

ডেস্ক রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়ায় পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা প্রতিহত করার ঘোষণা দিয়েছে জেলা কওমি ছাত্র ঐক্য পরিষদ। পহেলা বৈশাখের দিন ফজরের নামাজের পর রাস্তায় অবস্থান নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।
শনিবার বিকেল পৌনে ছয়টার দিকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে এই ঘোষণা দিয়েছে সংগঠনের নেতারা।
জেলা শহরের কান্দিপাড়ার জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদরাসার সামনে থেকে কওমি ছাত্র ঐক্য পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিলটি বের হয়।

মিছিলটি শহরের প্রধান সড়ক টি এ রোড প্রদক্ষিণ শেষে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে সমাবেশ করে। এতে পহেলা বৈশাখে বের করা মঙ্গল শোভাযাত্রাকে ‘নগ্নযাত্রা’ উল্লেখ করে সেটি বন্ধের দাবি জানায় কওমি ছাত্র ঐক্য পরিষদ।

সমাবেশে বক্তারা বলেন, পহেলা বৈশাখ হিন্দুদের সংস্কৃতি। এটাকে বাঙালি সংস্কৃতি বলা যাবে না। যদি হিন্দুরা পহেলা বৈশাখ পালন করতে চায় তাহলে আমাদের কোনও বাধা-নিষেধ নেই। কিন্তু পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রার নামে নগ্নযাত্রা ব্রাহ্মণবাড়িয়ায় চলবে না। বাংলাদেশের ৯০ শতাংশ মানুষ মুসলমান। আমরা আশা করব সরকারের শুভবুদ্ধির উদয় হবে এবং মঙ্গল শোভাযাত্রা বন্ধ করবে।
সভায় বক্তব্য দেন, কওমি ছাত্র ঐক্য পরিষদ নেতা মাওলানা আনাস সরকার, মাওলানা ইসহাক আল মামুন, মাওলানা মো. ওয়ালিউল্লা প্রমুখ।

প্রসঙ্গত, পহেলা বৈশাখ পালনে দিনভর নানা আয়োজন করেছে জেলা প্রশাসন। সকাল সাড়ে সাতটায় আনন্দ শোভাযাত্রা দিয়ে শুরু হবে প্রশাসনের কর্মসূচি। এরপর রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান, পুতুল নাচ, লাঠি খেলা ও বৈশাখী মেলা।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
April 2019
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া