adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শ্বাসরুদ্ধকর ম্যাচে সাকিববিহীন হায়দরাবাদের হার

স্পাের্টস ডেস্ক : কিংস ইলিভেন পাঞ্জাবের বিপক্ষে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি সৃষ্টি করে ৬ উইকেটে হেরেছে সাকিব আল হাসানকে ছাড়াই মাঠে নাম সানরাইজার্স হায়দরাবাদ।

শেষ দিকে জয়ের জন্য পাঞ্জাবের প্রয়োজন ছিল ১৮ বলে মাত্র ১৯ রান। হাতে ছিল ৯ উইকেট। ইনিংসের ১৮তম ওভারে দুর্দান্ত বোলিং করে মাত্র ৩ রান দিয়ে ২ উইকেট শিকার করে ম্যাচ জমিয়ে দেন সন্দীপ শর্মা।

৪৩ বলে তিন চার ও তিনটি ছক্কায় ৫৫ রান করা মায়াঙ্ক আগরওয়ালকে প্রথম বলেই সাজঘরে পাঠান সন্দীপ। ওভারের শেষ বলে নতুন ব্যাটসম্যান ডেভিড মিলারকে আউট করেন সন্দীপ। এতে জয়ের জন্য ১২ বলে প্রয়োজন হয়ে পড়ে ১৬ রান। ১৯তম ওভারে মাত্র ৫ রান দিয়ে মন্দীপ সিংহের উইকেট তুলে নেন সিদ্ধার্থ কুল। ফলে শেষ ওভারে প্রয়োজন ছিল ১১ রান। মোহাম্মদ নবীর করা ওভারের এক বল আগেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন লোকেশ রাহুল। দলের জয়ে ৫৩ বলে সাত চার ও এক ছক্কায় অপরাজিত ৭১ রান করেন রাহুল। এছাড়া ৫৫ রান করেন আগরওয়াল।
পাঞ্জাবের বিপক্ষে ১৫১ রানের টার্গেট তাড়া করতে নেমে দলীয় ১৮ রানে সাজঘরে ফেরেন ওপেনার ক্রিস গেইল। তিন নম্বর পজিশনে ব্যাটিংয়ে নামা আগরওয়ালকে সঙ্গে নিয়ে ১১৪ রানের জুটি গড়ে লোকেশ রাহুল। তাদের এই জুটিই দলকে জয়ের কাছাকাছি নিয়ে যায়।

এর আগে প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ১৫০ রান করে সাকিবহীন সানরাইজার্স হায়দরাবাদ। দলের হয়ে সর্বোচ্চ ৭০ রান করেন ওপেনার ডেভিড ওয়ার্নার।

সোমবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরের ২২তম ম্যাচে মুখোমুখি হয় হায়দরাবাদ ও পাঞ্জাব। পাঞ্জাবের ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে হায়দরাবাদ।

চলতি আইপিএলের ১২তম আসরে ইতিমধ্যে পাঁচটি করে ম্যাচ খেলেছে পাঞ্জাব ও হায়দরাবাদ। তিন ম্যাচে জিতে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় অবস্থানে হায়দরাবাদ। সমান ম্যাচ জয়ে টেবিলের ছয়ে আছে পাঞ্জাব।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
April 2019
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া