adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

হরভজনকে শুভেচ্ছা জানিয়ে অপমানিত সাকলাইন মুস্তাক!

স্পাের্টস ডেস্ক : ভারত-পাকিস্তান দুদেশের এখন যা সম্পর্ক, তাতে দু’দেশের ক্ষেত্রে একে অপরের কোনো প্রশংসাই যে প্রকাশ্যে গ্রহণযোগ্য নয়, তা আরেকবার প্রমাণ হয়ে গেল। আইপিএলের প্রথম ম্যাচেই চেন্নাইয়ের হয়ে হরভজন সিংয়ের অনবদ্য বোলিং নজর কেড়েছে সকলের।

আর তা নজর এড়াইনি বন্ধু পাকিস্তানের সাবেক স্পিনার সাকলাইন মুস্তাকেরও। দুজনেই স্পিনার। একসময় সাকলাইনকে বলা হত, দুসরা আর তিসরার আবিষ্কর্তা। ফলে ভারতীয় স্পিনারের জাদুতে তিনি যে মুগ্ধ হবেন, এ আর আশ্চর্যের কী, তাই হরভজনকে ‘দোস্ত’ সম্বোধন করে ট্যুইটারে শুভেচ্ছা জানান মুস্তাক।

এরপরই নিজের দেশে তুমুল আক্রমণের মুখে পড়েন সাকলাইন মুস্তাক। সোশ্যাল মিডিয়ায় তুমুল আক্রমণ করা হয় তাকে। একজন লেখেন, ‘আপনি পাকিস্তানের জন্য লজ্জার’। অপর একজন লিখেছেণ, ‘ওরা আমাদের PSL-এ ক্রিকেটার পাঠায় না। IPL-এ আমাদের ক্রিকেটারদের খেলতে দেয় না। আর আপনি কিনা তাকেই সম্মান জানালেন। আপনি কি পাগল হয়ে গেলেন!’ আরেকজন লিখেছেন, ‘যারা আমাদের প্রতিদিন প্রকাশ্যে গালিগালজ করে, আপনি তাঁকেই সম্মান জানালেন।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
March 2019
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া