adv
১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শহীদ আফ্রিদি বললেন, ক্রিকেট খেলোয়াড় না হলে আমি সৈনিক হতাম

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের তারকা ক্রিকেটার শহীদ আফ্রিদি সম্প্রতি ইএসপিএনকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, আমি নিজেকে দেশের কল্যাণে নিয়োজিত রাখতাম।

পাকিস্তানের হয়ে টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি মিলে তিন ফরম্যাটে ৫২৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ১১টি সেঞ্চুরিতে ১১ হাজার ১৯৬ রান করেন আফ্রিদি। ব্যাট হাতে রান করার পাশাপাশি বল হাতে শিকার করেন ৫৪১টি উইকেট। শুধু তাই নয়! ৮২ ম্যাচে নেতৃত্ব দিয়ে পাকিস্তানকে ৩৮টি ম্যাচে জয় উপহার দেন আফ্রিদি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাওয়া আফ্রিদি, বিশ্বের বিভিন্ন দেশের টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলে যাচ্ছেন।

প্রসঙ্গত, গত ১৪ ফেব্রুয়ারি ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী গাড়িবোমা বিস্ফোরণে ভারতের ৪০ জনেরও বেশি জওয়ান নিহত হয়। পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ এই হামলার দায় স্বীকার করে। এরপরই প্রতিবেশী দুই দেশের মধ্যে উত্তজনা ছড়িয়ে পড়ে।

সে সময় পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শহীদ আফ্রিদি এক টুইটবার্তায় লেখেন, পাকিস্তানের সেনাবাহিনী জানে কীভাবে শত্রু মোকাবেলা করতে হয়। পাকিস্তান একটি শান্তিপূর্ণ প্রেমময় জাতি। আমাদের প্রধানমন্ত্রী ইমরান খানও যুদ্ধ চান না। দুই দেশের সঙ্গে সংলাপেই সমাধান সম্ভব। -ক্রিকইনফো

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
March 2019
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া