adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আবাহনীকে মাটিতে নামালাে প্রাইম ব্যাংক

স্পাের্টস ডেস্ক : সেঞ্চুরির হ্যাটট্রিকে মোহাম্মদ আশরাফুলের পাশে বসে প্রাইম ব্যাংককে বড় সংগ্রহ এনে দিয়েছিলেন এনামুল হক বিজয়। সেই সংগ্রহ দিয়েই আবাহনীকে হারাল দলটি। ঢাকা প্রিমিয়ার লিগে টানা চার ম্যাচ জিতে আকাশে উড়তে থাকা আকাশী-নীলদের মাটিতে নামিয়ে প্রথম হারের স্বাদ দিয়েছে প্রাইম ব্যাংক।

শুক্রবার ফতুল্লায় পঞ্চম রাউন্ডের ম্যাচে দুই ইনিংস মিলিয়ে রান উঠেছে ৫৮৮। প্রথমে ব্যাট করে ৩০২ রান তুলেছিল প্রাইমরা। সেটা তাড়া করতে গিয়ে ১৬ রান দূরে থামে আবাহনীর ইনিংস।

ফতুল্লায় আবাহনীর বিপক্ষে শুক্রবারের ম্যাচটা এনামুল হক বিজয়ের জন্য হয়ে এসেছে রেকর্ড ছোঁয়ার উপলক্ষ। মাশরাফীদের বিপক্ষে শতক হাঁকিয়ে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ঢাকা প্রিমিয়ার লিগে টানা তিন সেঞ্চুরির অনন্য রেকর্ডে নাম লিখিয়েছেন এ উইকেটরক্ষক-ব্যাটসম্যান!

লিস্ট ‘এ’ ক্রিকেটে টানা তিন সেঞ্চুরির আগের কীর্তিটি মোহাম্মদ আশরাফুলের। গত মৌসুমে কলাবাগান ক্রীড়াচক্রের হয়ে পাঁচ সেঞ্চুরির তিনটিই পরপর হাঁকিয়েছিলেন আশরাফুল। পরের মৌসুমেই সেই রেকর্ডে ভাগ বসালেন এনামুল।

শুক্রবার নাজমুল ইসলাম অপুর বলে এলবিডব্লিউ হওয়ার আগে ১২৮ বলে ১০২ রান করে ফেরেন এনামুল। ৫ চারের পাশাপাশি দুটি ছক্কার মারও ছিল তার ইনিংসে।

অন্যদিকে টানা দ্বিতীয় সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েছিলেন প্রাইমের ভারতীয় ব্যাটসম্যান অভিমন্যু ইশ্বরণ। আগের ম্যাচে ১৩৩ রান করার পর সানজামুল ইসলামের বলে এলবির ফাঁদে পড়ার আগে এ ম্যাচে ৮৫ রানে থেমেছেন পশ্চিমবঙ্গের এ ব্যাটসম্যান।

Advertisement

দুই টপঅর্ডার ব্যাটসম্যানের বড় ইনিংসের সঙ্গে শেষদিকে আরিফুল হকের ৭ চারে ২৭ বলে ৫১ রানের ঝড়ো ইনিংসে নির্ধারিত ওভার শেষে ৫ উইকেটে ৩০২ রানের বড় সংগ্রহ পায় এনামুলের দল।

জবাবে শুরুটা মোটেও মনমতো হয়নি আবাহনীর। কোনো রান না করেই দ্বিতীয় ওভারে ফিরে যান ওপেনার জহুরুল ইসলাম। তৃতীয় ব্যাটসম্যান হিসেবে নেমে আবাহনীকে সেই ধাক্কা কাটিয়ে উঠতে সাহায্য করেন ভারতীয় ওয়াসিম জাফর। সৌম্য সরকারকে নিয়ে দ্বিতীয় উইকেট জুটিতে যোগ করেন ৬২ রান।

দ্বাদশ ওভারে ৩৬ করা সৌম্য ফিরে গেলে উইকেটে আসেন নাজমুল হোসেন শান্ত। গড়ে তোলেন শতরানের জুটি। একটা পর্যায়ে দুজনের ১৩২ রানের জুটি হারের শঙ্কায় ফেলে দিয়েছিল প্রাইম ব্যাংককে।

৩২তম ওভারে ওয়াসিম জাফরকে ফিরিয়ে প্রাইম ড্রেসিংরুমে স্বস্তি ফেরান পার্টটাইমার আল-আমিন। তার বলে মনির হোসেনকে ক্যাচ দিয়ে যখন ফিরছেন, তখন সেঞ্চুরি থেকে মাত্র ছয় রান দূরে ছিলেন জাফর। তার ৯১ বলে ৯৪ রানের ইনিংসটি সাজানো ছিল ৯ চার ও এক ছক্কায়।

জাফরকে ফেরানোর পরে আবাহনীর মিডলঅর্ডারকে তছনছ করে দেন সেই আল-আমিন। ৮২ বলে ৭৩ করা শান্ত ও ২ রান করা মোহাম্মদ মিঠুনকেও নিজের শিকারে পরিণত করেন খণ্ডকালীন অফস্পিনার। মূলত এই ধাক্কাই শেষ পর্যন্ত ম্যাচ থেকে ছিটকে দেয় আবাহনীকে।

শেষদিকে একহাতে আকাশী-নীলদের ম্যাচে রাখার চেষ্টায় ছিলেন অধিনায়ক মোসাদ্দেক হোসেন। তার ৪৭ বলে ৫২ রানের ইনিংসে একটা সময় জয়ের সম্ভাবনাও জেগেছিল আবাহনীর। কিন্তু মোসাদ্দেক ফিরলে সাত বল আগেই ২৮৬ রানে অলআউট হয় আবাহনী।

৪৫ রানে ৩ উইকেট নিয়ে প্রাইম ব্যাংকের সেরা বোলার আল-আমিন। ৩টি করে উইকেট নিয়েছেন দুই স্পিনার আব্দুর রাজ্জাক ও নাহিদুল ইসলামও। তবে রেকর্ডগড়া সেঞ্চুরিতে ম্যাচসেরা হয়েছেন এনামুল হক।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
March 2019
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া