adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

নগরপিতা নয় সেবক হিসেবে থাকতে চাই: নবনির্বাচিত মেয়র আতিকুল

নিজস্ব প্রতিবেদক : সবাই মিলে সবার ঢাকা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেছেন, নগরপিতা নয় নগরবাসীর সেবক হিসেবে কাজ করতে চান তিনি।

আজ রবিবার গুলশানের নগর ভবনে মেয়র হিসেবে নিজের প্রথম কার্যদিবস শেষে এক সংবাদ সম্মেলনে তার ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে সাংবাদিকদের এ কথা বলেন।

উত্তর সিটির নতুন মেয়র বলেন, ‘আজকে দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে আমি ঘোষণা দিয়েছি সিটি করপোরেশন দুর্নীতিমুক্ত থাকবে। আমি এ করপোরেশনকে দুর্নীতিমুক্ত রাখতে ইতোমধ্যে সব কর্মকর্তা-কর্মচারীকে নির্দেশ দিয়েছি।’

মেয়র হিসেবে নিজের দায়িত্ব সম্পর্কে আতিকুল ইসলাম বলেন, ‘আমি নগরের পিতা নয়, নগরবাসীর সেবক হিসেবে কাজ করতে চাই। নগরের সেবা করতে প্রয়োজনে সব প্রটোকল ভেঙে আমি অন্যদের মতো কাজ করতে চাই। এ জন্য নগরবাসীর অংশগ্রহণ প্রয়োজন। আসুন, সবাই মিলে সবার ঢাকা গড়ে তুলি।’

ভবিষ্যৎ কর্মপরিকল্পনার কথা তুলে ধরে ডিএনসিসি মেয়র বলেন, ‘একজন সিটি মেয়রের দায়িত্ব অনেক। কিন্তু দায়িত্বগুলোকে স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি বিবেচনায় বাস্তবায়ন করব। তবে যেগুলো বেশি ভোগান্তির কারণ সে সমস্যাগুলো অতি দ্রুত সমাধান করতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছি। কিছুদিনের মধ্যেই কার্যক্রম শুরু করব।’

জলাবদ্ধতাকে নগরের অন্যতম সমস্যা বলে মনে করেন নতুন মেয়র। বলেন, ‘কিন্তু এটি অতি দ্রুত সমাধান সম্ভব নয়। কারণ বর্ষা মৌসুম চলে আসছে। তবে এটি যাতে সহনীয় মাত্রায় থাকে সেজন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে কাজ শুরু হয়ে গেছে।’

নির্মল বায়ু এবং বর্জ্যমুক্ত শহর নিশ্চিত করতে মেয়র বলেন, ‘সিটি করপোরেশনের আওতাধীন প্রতিটি দোকানে একটি করে ময়লার বিন রাখা এবং দুটি করে ফল কিংবা ফুলের টব লাগাতে হবে। এ কাজগুলো যারা করবে তাদের পুরস্কৃত করা হবে। যারা করবে না, তাদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থাও থাকবে।’

বাসাবাড়ি ও অ্যাপার্টমেন্টে বাগান করার আহ্বান জানিয়ে আতিকুল ইসলাম বলেন, ‘যারা বাগান করবে তাদের কর অবকাশসুবিধা দেয়া হবে। সেই সঙ্গে, যেসব দোকানের সামনে ফুটপাত দখল হয়ে আছে সেগুলো অচিরেই যেন পথচারীদের চলাচলের জন্য উন্মুক্ত করা হয় সে অনুরোধ করছি নগরবাসীকে।’

সুন্দর শহর নিশ্চিত করতে নগরবাসীর সহযোগিতা চান মেয়র। ‘ডিএনসিসির আওতায় শহরের যেখানে যেখানে দেয়াললিখন ও ব্যানার-পোস্টার আছে সেগুলো সরিয়ে ফেলতে হবে। নতুন করে কেউ যেন এসব আর না করে সেজন্য নগরবাসীকে অনুরোধ করছি।’

আতিকুল ইসলাম বলেন, ‘বর্জ্য ব্যবস্থাপনা আমাদের জন্য যেন বোঝা না হয়ে সম্পদে পরিণত হয় সেজন্য নির্দেশ দিয়েছি। একই সঙ্গে হোল্ডিং ট্যাক্স অটোমেশন পদ্ধতিতে চালু করার জন্য ব্যাংকিং খাতের সঙ্গে আলোচনা চলছে। আশা করছি খুব শিগগির তা চালু হবে।’ নগরবাসীর সমস্যা জানতে হটলাইন সার্ভিস চালু করা হবে বলে জানান তিনি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
March 2019
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া