adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ডিসেম্বরে পূর্বাচল বাসোপযোগী হচ্ছে : গৃহায়ণমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : চলতি বছরের ডিসেম্বরেই ঢাকার উপকণ্ঠে পূর্বাচল উপশহর বাসযোগ্য করার আশা দিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম। প্লট বরাদ্দপ্রাপ্তরা এ বছরের মধ্যে সব ধরনের নাগ‌রিক সু‌বিধাসহ বসবাস কর‌তে পার‌বেন। সেভাবেই কাজ চলছে।

শনিবার পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকা পরিদর্শনের সময় মন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী।

বিশ্বের উন্নত শহরগুলোর আদলে পূর্বাচল শহর গড়ে তোলা হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘উন্নত একটি শহরে যেসব সুবিধা থাকার কথা, তার সবই এখানে থাকবে। কোথাও যাতে পানি আটকে না থাকে, সে ব্যবস্থা করা হবে। এক কথায় পরিবেশসম্মত আধুনিক নগর করার জন্য যা যা করা দরকার, পূর্বাচল প্রকল্পে সবকিছুই করা হচ্ছে।’

দুই যুগের বেশি সময় ধরে প্রকল্পটি বাস্তবায়ন করছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রতায় গ্রাহকদের মনে হতাশা বিরাজ করছে।

গৃহায়ণমন্ত্রী বলেন, ‘প্রকল্প বাস্তবায়নে বিলম্ব করে ব্যয় বাড়ানোর পক্ষে আমরা নই। এটা সরকারি সিদ্ধান্ত। সে কারণেই আমি নিজে আজ মাঠে এসেছি।’

রাজউকসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে কীভাবে জনবান্ধব করা যায়, তিনি মন্ত্রী হি‌সে‌বে শপথ নেওয়ার পর থে‌কে তা নিয়ে চিন্তা করছেন বলে জানান।

শ ম রেজাউল করিম বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমরা রাজা নই, জনসাধারণ প্রজা নন। জনগণকে সেবা দেওয়াই আমাদের কাজ। প্রধানমন্ত্রীর সেই নির্দেশনা মেনে আমরা কাজ করছি।’

প্রকল্প এলাকা পরিদর্শনকালে স্থানীয় লোকজনের সঙ্গেও নানা বিষয়ে কথা বলেন গৃহায়ণমন্ত্রী। এ সময় রাজউক চেয়ারম্যান আবদুর রহমান, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অ‌তিরিক্ত স‌চিব ইয়াকুব আলী পাটোয়ারি প্রমুখ উপস্থিত ছিলেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
March 2019
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া