adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ভারত-পাকিস্তান যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ?

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান এবং ভারত উভয়ই বলেছে, পরস্পরের পক্ষ থেকে চালানো যেকোনো আগ্রাসন মোকাবেলার জন্য তারা চরম প্রস্তুতি বজায় রেখেছে। পাকিস্তান এবং ভারতের মধ্যে চলমান উত্তেজনা কমানোর জন্য আন্তর্জাতিক সম্প্রদায় যখন কূটনৈতিক তৎপরতা অব্যাহত রেখেছে তখন উভয় দেশ এ বক্তব্য দিলো। খবর পার্সটুডের।

ভারতীয় বিমান বাহিনী বা আইএএফের বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তানি যেকোনো আগ্রাসন শনাক্ত করা এবং ঠেকিয়ে দেয়ার জন্য আকাশে কঠোর নজর রাখা হয়েছে।

এদিকে পাকিস্তান তার আকাশসীমা ওমান, ইরান, আফগানিস্তান এবং চীনের জন্য খুলে দিয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। এতে আরও বলা হয়, পাকিস্তান-ভারত আকাশ সীমান্তে ঢোকার এবং বের হওয়ার ১১টি স্থান এখনও ভারতের জন্য খুলে দেয়া হয়নি।

অন্যদিকে কিছুদিন আগেই পাকিস্তান সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া বলেছেন, যেকোনো আগ্রাসন বা হঠকারীর মুখে দেশটিকে রক্ষার লক্ষ্যে পাক সেনাবাহিনী দৃঢ় প্রতিশ্রুতিবন্ধ। এসময় তিনি মোকাবেলায় অব্যাহতভাবে সতর্ক এবং প্রস্তুত থাকারও নির্দেশ দেন।

উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর আত্মঘাতী বোমা হামলায় ভারতের আধা সামরিক বাহিনীর অন্তত ৪২ জন সদস্য নিহত হয়। পাকিস্তানভিত্তিক জঙ্গি গোষ্ঠী জইশ-ই-মুহাম্মদ ওই হামলার দায় স্বীকার করে। এর জবাবে ২৬ ফেব্রুয়ারি পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের বালাকোটে বিমান হামলা চালায় ভারত। পরে পাকিস্তানও বিমান হামলা চালিয়ে ভারতের দুটি বিমান ভূপাতিত করে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
March 2019
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া