adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

৭ মার্চের ভাষণে ছিল জাতি বিনির্মাণের ঘোষণা : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : ১৯৭১ সালের ৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যে ভাষণ দিয়েছিলেন তাতে স্বাধীনতার পাশাপাশি জাতির ভবিষ্যৎ বিনির্মাণের ঘোষণা ছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার বিকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন কমপ্লেক্স মিলনায়তনে এক সেমিনারে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের ওপর এই সেমিনারের আয়োজন করে।

প্রধানমন্ত্রী বলেন, ‘স্বাধীনতার ঘোষণা নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই। এই ভাষণ নিয়ে অনেকে অনেক ধরনের ব্যাখ্যা দেন, যা ঠিক নয়।’

বঙ্গবন্ধু কন্যা জানান, ৭ মার্চের ভাষণেই বঙ্গবন্ধু বলে দিয়েছিলেন স্বাধীনতার জন্য কী করতে হবে। তিনি জানতেন ভাষণের পর নাও ফিরতে পারেন। এজন্য সব নির্দেশনা দিয়ে গিয়েছিলেন। সেই ভাষণে অসহযোগ থেকে সশস্ত্র যুদ্ধের প্রতি উদ্বুদ্ধ করা হয়েছিল বলে জানান তিনি।

আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘জাতিকে স্বাধীনতার প্রকৃত ইতিহাস জানাতে প্রথম কাজ করে আওয়ামী লীগ।’ ১৯৭৫ সাল থেকে ১৯৯৬ পর্যন্ত তরুণ প্রজন্ম প্রকৃত ইতিহাস থেকে বঞ্চিত ছিল বলে মন্তব্য করেন

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘ব্যক্তিজীবনে আমি কী পেলাম আর কী পেলাম না এ হিসাব করলে চলবে না। রাজনীতিতে এসেছেন দেশের মানুষের সেবা করতে। মানুষের জন্য কতটুকু করতে পারলাম সেটাই বড় কথা। যা বঙ্গবন্ধু আমাদের শিখিয়ে গিয়েছেন।’

অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। সেমিনারে স্বাগত বক্তব্য দেন বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের সদস্য সচিব শেখ হাফিজুর রহমান। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
March 2019
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া