adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পাকিস্তানের অর্থনীতিকে বড়সড় ধাক্কা দিতে উদ্যোগ ভারতের

আন্তর্জাতিক ডেস্ক : ক্ষোভের আগুনে ঘি ঢেলেছে পুলওয়ামার জঙ্গি হামলা৷ যুদ্ধের হুমকি দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী| প্রত্যাঘাতের জন্য তৈরি পাক সেনাও| পালটা জানাতে দেরি করেননি পাক প্রধানমন্ত্রী ইমরান খান| যুদ্ধের হুমকির পাশাপাশি আন্তর্জাতিক আঙিনাতেও প্রতিবশীকে একঘরে করার উদ্যোগ নিয়েছে ভারত| ‘ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স’ বা এফএটিএফ-এ নিষিদ্ধ ঘোষণা করা হোক পাকিস্তানকে৷ দাবি করা হয়েছে ভারতের পক্ষে| কূটনৈতিক স্তরে পাক অর্থনীতিকে ধাক্কা দিতেই নয়াদিল্লির এই উদ্যোগ|

এর আগে ২০১৮ সালেই সন্ত্রাসে মদতের জন্য ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স পাকিস্তানকে ‘গ্রে লিস্ট’ বা ধূসর তালিকায় রেখেছিল৷ পুলওয়া হামলার পর ভারতের পক্ষে পেশ করা হয়েছে প্রমাণ| জুন মাসে রয়েছে আর্তর্জাতিক এই সংগঠনের পর্যালোচনা বৈঠক৷ সেখানেই নেওয়া হতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত| এফএটিএফ-তে নিষিদ্ধ হলে বিশ্ব আর্থনীতিতে আরও খারপ অবস্থানে চলে যাবে পাক অর্থনীতি|

এর আগে ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের অভিযোগ ছিল, বছরভর যে বিপুল পরিমাণ অর্থসাহায্য পেয়ে থাকে ইসলামাবাদ, তার একটা বড় অংশ চলে যায় সন্ত্রাসবাদীদের হাতে| বারংবার সতর্ক করা সত্ত্বেও বিষয়টিতে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না পাকিস্তান। ফলে ২০১৮ সালে পাকিস্তানকে ধূসর তালিকাভুক্ত করে সংগঠনটি|

এফএটিএফ মূলত অর্থ তছরুপ, সন্ত্রাসবাদী সংগঠনগুলির হাতে অর্থ সরবরাহ রুখতে কাজ করে| ভারত এর সদস্য৷ পাকিস্তান রয়েছে গ্রে লিস্টে৷ ভারতের অভিযোগ, ইসমাবাদ সাহায্যের অর্থ হাফিজ সঈদের জামাত উদ দাওয়া, মাসুদ আজহারের জইশ-এ-মহম্মদের মতো জঙ্গি সংগঠনের কাছে পৌঁছে যাচ্ছে৷ তারা কাজ করে চলেছে পাক গোয়েন্দা সংস্থা আইএসাই ও পাক সেনার নির্দেশে| বহুবার তার প্রমাণ ইসলামাবাদকে দিয়েও কাজের কাজ হয়নি৷ ঘটে তলেছে পুলওয়ামার মতো ঘটনা|

ভারতের উদ্যোগে ইতিমধ্যেই কোণঠাসা ইমরানের নয়া পাকিস্তান৷ বহু বিদেশি শক্তি ভারতের পাশে দাঁড়িয়েছে৷ ফলে ঘটনার পাঁচ দিন পর প্রকাশ্যে ইমরান খানকে আলোচনার কথা বলতে হয়েছে| গৃহবন্দি করার নির্দেশ দেওয়া হয়েছে হাফিজ সঈদ ও তার সংগঠনকে৷ এই পরিস্থিতে ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স পাকিস্তানকে নিষিদ্ধ ঘোষণা করলে চাপ বাড়বে পাকিস্তানের উপর৷ বর্তমানে দুই দেশের সম্পর্কের উত্তাপে তা তরান্বিত করতে মরিয়া নয়াদিল্লি|

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2019
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া