adv
১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আপনার সিম ফোরজি কিনা জানবেন যেভাবে

ডেস্ক রিপোর্ট : মোবাইল ফোন অপারেটরগুলো ফোরজি সিম বিক্রি করেছে। এছাড়া যারা সিম রিপ্লেস করেছেন, তারাও অপারেটরের কাছ থেকে পেয়েছেন ফোরজি সিম। কিন্তু তারও আগে যারা সিম কিনেছেন, কেবল তারাই জেনে নিন আপনার সিমটি ফোরজি কিনা। কীভাবে জানবেন?

আপনার সিমটি ফোরজি কিনা, তা যাচাইয়ের জন্য মোবাইল ফোন অপারেটরগুলো মেসেজ অপশন চালু করেছে। তাই সংশ্লিষ্ট অপারেটরে এসএমএস পাঠিয়ে জেনে নিতে পারবেন আপনার সিমটি ফোরজি কি-না। কোনো কোনো এসএমএস-এ ফোরজি সিম সংক্রান্ত তথ্যের পাশাপাশি ফোন সেটটি ফোরজি সমর্থন করে কি-না, তাও জানা যাবে।

রবি:
গ্রাহক তার মোবাইলের কিপ্যাড অথবা ডায়াল অপশনে গিয়ে *১২৩*৪৪# লিখে ডায়াল বাটন চাপলে ফিরতি এসএমএস-এ জানিয়ে দেওয়া হয়, সিম ও সেটটি ফোরজি কি-না।
এয়ারটেল:
গ্রাহকরাও 4G লিখে ৫০০০ নম্বরে এসএমএস করে জানতে পারবেন তার সিমটি ফোরজি কিনা।

গ্রামীণফোন:
মোবাইলের কিপ্যাড অথবা ডায়াল অপশনে গিয়ে *১২১*৩২৩২# লিখে ডায়াল বাটন চাপলে ফিরতি মেসেজে জানা যাবে, সিমটি ফোরজি কি-না। এ ছাড়া যারা সিম বদল করেত চান— তারা টাকার বিনিময়ে ফোরজি সিম নিতে পারবেন। তবে ‘জিপি স্টার’ গ্রাহকরা বিনা খরচে সিম বদল করতে পারবেন।

বাংলালিংক:
বাংলালিংকের গ্রাহকরা মেসেজ অপশনে গিয়ে 4G লিখে ৫০০০ নম্বরে এসএমএস পাঠালে ফিরতি মেসেজে জানিয়ে দেওয়া হবে, সিমটি ফোরজি কি-না।

টেলিটক:
মেসেজ অপশনে গিয়ে 4G লিখে ১১১ নম্বরে এসএমএস পাঠালে ফিরতি মেসেজে জানিয়ে দেওয়া হবে, সিমটি ফোরজি কি-না।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2019
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া