adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

শেয়ারবাজারে আবার দরপতন

ডেস্ক রিপোর্ট : দুই কার্যদিবস ইতিবাচক থাকার পর সোমবার শেয়ারবাজারে আবার দরপতন হয়েছে। কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫১ পয়েন্টের বেশি কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক একচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ১১২ পয়েন্টের বেশি।

তবে বিক্রির চাপে দুই বাজারেই লেনদেন বেড়েছে। এদিন ডিএসইতে ৮৯১ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। গত কার্যদিবসের চেয়ে লেনদেন বেড়েছে ১৬৬ কোটি টাকা। রোববার এই বাজারে ৭২৫ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। সিএসইতে ৩৪ কোটি টাকা লেনদেন হয়েছে। রোববার লেনদেনের অঙ্ক ছিল ৩১ কোটি ৪৯ লাখ টাকা।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৪৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে মাত্র ৬৮টির, কমেছে ২৪২টির। আর অপরিবর্তিত রয়েছে ৩৭টির দর।

ডিএসইএক্স বা প্রধান সূচক ৫১ দশমিক ৩০ পয়েন্ট কমে ৫ হাজার ৭২৪ দশমিক ৫২ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ১০ দশমিক ০৬ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৩০৪ দশমিক ৭১ পয়েন্টে। আর ডিএস-৩০ সূচক ১৭ দশমিক ৩৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯৮৭ দশমিক ৩৯ পয়েন্টে।

এদিন লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হল ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, ফরচুন সুজ, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস কোম্পানি লিমিটেড, পেনিনসুলা, আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড, স্কয়ার ফার্মা, গ্রামীণফোন, সুহৃদ ও এমএল ডায়িং।

দর বাড়ার শীর্ষ যে ১০ কোম্পানি, সেগুলো হল- পেনিনসুলা, এস আলম কোল্ড রোলড স্টিল মিলস, আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, কেডিএস এক্সেসরিজ লিমিটেড, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড, সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড, বসুন্ধরা পেপার মিলস লিমিটেড, গ্রিন ডেলটা মিউচুয়াল ফান্ড, সাউথইস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড ও প্রিমিয়ার সিমেন্ট।

দর কমার শীর্ষে যে ১০ কোম্পানি সেগুলো হল- ইমাম বাটন, সাভার রিফ্যাক্টরিজ লিমিটেড, সোনারগাঁও, মেঘনা কনডেন্সড মিল্ক, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, প্রভাতি ইন্স্যুরেন্স, গ্লোবাল ইন্স্যুরেন্স, দুলামিয়া কটন, বিডি অটো কার ও পূরবী জেনারেল ইন্স্যুরেন্স।

অন্যদিকে সিএসইতে সার্বিক সূচক সিএএসপিআই ১১৩ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৭ হাজার ৫৪১ পয়েন্টে। লেনদেনে অংশ নেয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে দর বেড়েছে ৬৯টির, কমেছে ১৭৭টির আর অপরিবর্তিত রয়েছে ২৩টির।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2019
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া