adv
১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

অর্থ আত্মসাতের মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক কর্মকর্তার ১০ বছর জেল

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংকের অর্থ আত্মসাতের মামলায় ব্যাংকের সাবেক সহকারী পরিচালক এসএম গিয়াস উদ্দিনকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ৬৪ লাখ ৩৩ হাজার ৭০০ টাকা অর্থদণ্ডের আদেশ দেয়া হয়েছে।

রোববার দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত ১০-এর বিচারক জয়নাল আবেদীন এ রায় ঘোষণা করেন।

আদালতে আসামির পক্ষে শুনানি করেন আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন আইনজীবী আবুল হোসেন।

রায় ঘোষণার সময় আসামি এসএম গিয়াস উদ্দিন আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়।

এ মামলার অন্য দুই আসামি মকবুল হোসেন ও মহিউদ্দিন মৃধার অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দেন আদালত। মামলার আরেক আসামি আজিজুল হক মারা যাওয়ায় তাকে এ মামলা থেকে অব্যাহতি দেয়া হয়।

মামলার বিবরণে জানা গেছে, ১৯৯৬ সালের ৮ নভেম্বর থেকে ১৯৯৭ সালের ৫ মার্চের মধ্যে পরস্পর যোগসাজশে বিভিন্ন সময়ে বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন শাখায় মিথ্যা তথ্য দিয়ে অ্যাকাউন্ট খুলে ৫২ লাখ ৫৯ হাজার ৭০০ টাকা আত্মসাৎ করেন।

ওই ঘটনায় ১৯৯৭ সালের ২৫ মে মতিঝিল থানায় মামলাটি করা হয়।

২০০৩ সালের ৫ জানুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা মো. আবদুল হান্নান তদন্ত শেষে চার্জশিট দাখিল করেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2019
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া