adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

হারের পর যা বললেন মাশরাফি

স্পোর্টস ডেস্ক : তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ। তাতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করে ফেলেছে কিউইরা। শনিবার ক্রাইস্টচার্চে শোচনীয় পরাজয়ের পেছনে নিজেদের ব্যাটিং ব্যর্থতা ও নখদন্তহীন বোলিংকে দায়ী করেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

টস হেরে ব্যাট করতে নেমে মাত্র ২২৬ রান সংগ্রহ করে বাংলাদেশ। যেটি ১৩.৫ ওভার হাতে রেখেই টপকে যায় নিউজিল্যান্ড। ম্যাচের পর মাশরাফি বলেন, ‘সকালের আবহওয়া বোলারদের জন্য সহায়ক ছিল। উইকেট হারানো সত্ত্বেও মুশি (মুশফিকুর রহিম) সেট হয়ে গিয়েছিল। যদি টপঅর্ডার ব্যাটসম্যানরা কয়েকটা ভালো জুটি উপহার দিয়ে যেত তবে ম্যাচের ফল অন্যরকম হতে পারত।’

মাশরাফি মোহাম্মদ মিঠুনের প্রশংসা করেছেন। তবে ৫৭ রান করা মিঠুনসহ অন্য ব্যাটসম্যানদের কাছে আরও ভালো কিছু প্রত্যাশা করেছিলেন অধিনায়ক, ‘মিঠুন রান করছে, এটা ইতিবাচক দিক। তবে আমার মনে হয়, উপরের সারির ব্যাটসম্যানদের আরও বড় ইনিংস খেলা উচিত ছিল। দুটি ম্যাচেই আমাদের দলীয় সংগ্রহ ২২০-২৩০ এর মধ্যে সীমাবদ্ধ। কিন্তু আমাদের দরকার ছিল ২৭০-২৮০ রান। জুটিগুলো ৩০-৩২ রানের না হয়ে ৬০-৭০ হওয়া উচিত ছিল। বোলিংয়ের কথা যদি বলি, মোস্তাফিজ ছাড়া আর কারোর বোলিং উল্লেখ করার মত নয়।’

বুধবার ভোর ৪টায় সিরিজের তৃতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ওই ম্যাচে জিতে অন্তত নিজেদের মানরক্ষা করতে চান মাশরাফি, ‘আমাদেরকে একটা দল হিসেবে খেলতে হবে। হাতে আরেকটা ম্যাচ বাকি। আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে লড়ব।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2019
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া