adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জার্মানিতে ফেসবুকের বিরুদ্ধে তথ্য অপব্যবহারের অভিযোগ

ডেস্ক রিপোর্ট : মূলত হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম থেকে শুরু করে তৃতীয় অন্যান্য সাইট থেকেও তথ্য নিয়ে ব্যবহারকারীদের প্রোফাইলকে সমৃদ্ধ করে ফেসবুক। কিন্তু জার্মানির কর্মকর্তারা বলছেন, ফেসবুক ব্যবহারকারীদের তথ্য বিভিন্ন উৎস থেকে নিয়ে অপব্যবহার করছে। এর মাধ্যমে কোম্পানিটি নিজেদের বাজার নিয়ন্ত্রণ ক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করেছে। খবর বিবিসি’র।

ফেসবুককে উদ্দেশ্য করে জার্মানির অ্যান্টি ট্রাস্ট অথরিটি জার্মান বুন্দেসকার্টেলেমট’র কার্টেল অফিস থেকে বলা হয়, এই কোম্পানিটি বিভিন্ন মাধ্যমে ব্যবহারকারীদের তথ্য অনুসন্ধান করে নিজেদের বাজার নিয়ন্ত্রণ ক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করেছে।

আরও বলা হয়, ফেসবুক ব্যবহারকারীরা এই মাধ্যমটিতে অ্যাকাউন্ট খুলে ইন্টারনেট দুনিয়ায় ছড়িয়ে থাকা তার বিভিন্ন তথ্য নিয়ে নাড়াচাড়া করার সুযোগ করে দেয়। কার্টেলের প্রেসিডেন্ট আন্দ্রেস মুন্তে বলেন, ব্যবহারকারীরা যে তথ্য দেয় তার বাইরে অন্য কোনও তথ্য নিয়ে ঘাঁটাঘাঁটি করার আর কোনও অধিকার নেই ফেসবুকের।
তবে ফেসবুকের বিরুদ্ধে জার্মানির এই রুলটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে না। এজন্য অন্তত এক মাস সময় পাবে প্রতিষ্ঠানটি। এই সময়ের মধ্যে রুলের বিরুদ্ধে আপিল করতে পারবে ফেসবুক।

জার্মানির অ্যান্টি ট্রাস্ট অথরিটির অভিযোগ, তারা ব্যবহারকারীদের তথ্য বিভিন্ন উৎস থেকে নিয়ে অপব্যবহার করছে। এতে ইউরোপীয় আইন ভঙ্গ হচ্ছে। যদিও ফেসবুক অভিযোগ অস্বীকার করেছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2019
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া