adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পুঁজিবাজারে এক মাসে বেড়েছে ১৭৬ শতাংশ মুনাফা!

নিজস্ব প্রতিবেদক : নির্বাচনের পর থেকে ঊর্ধ্বমুখী পুঁজিবাজার। এসময় অব্যাহত উত্থানে অনেক শেয়ারের দরই এখন সর্বোচ্চ অবস্থানে রয়েছে। এর মধ্যে সোনার বাংলা ইন্স্যুরেন্সের শেয়ার দর বিগত ১ মাসে বেড়েছে ১৭৬ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, গত ২৭ ডিসেম্বর সোনার বাংলা ইন্স্যুরেন্সের শেয়ার দর ছিল ১৫ টাকা।

এদিকে, ২৪ জানুয়ারি কোম্পানিটির শেয়ার সর্বোচ্চ ৪১.৪০ টাকায় লেনদেন হয়েছে। অর্থাৎ বিগত ১৭ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২৬.৪ টাকা বা ১৭৬ শতাংশ।

সর্বশেষ কার্যদিবসে (বৃহস্পতিবার) কোম্পানিটির শেয়ার দর ১.৭৯ শতাংশ বেড়ে সর্বশেষ ৩৯.৮০ টাকায় লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটির শেয়ার সর্বোচ্চ ৪১.৪০ টাকায় লেনদেন হয়েছে।

গত সপ্তাহে কোম্পানিটির প্রতিদন গড় লেনদেন হয়েছে ১২ কোটি ৬৪ লাখ ৪৫ হাজার ৪০০ টাকা। সপ্তাহ শেষে মোট লেনদেনের পরিমাণ হয়েছে ৬৩ কোটি ২২ লাখ ২৭ হাজার টাকা।

তৃতীয় প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর’১৮) শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ০.৪৬ টাকা। আগের বছর একই সময় কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছিল ০.৩৪ টাকা। অর্থাৎ আগের বছরের একই সময়ের তুলনায় কোম্পানিটির ইপিএস বেড়েছে ০.১২ টাকা।

এদিকে, তৃতীয় প্রান্তিকের নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’১৮) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১.৩২ টাকা। যা আগের বছরের ৯ মাসে হয়েছিল ১.১৯ টাকা। অর্থাৎ আগের বছরের একই সময়ের তুলনায় কোম্পানিটির শেয়ার প্রতি আয় বেড়েছে ০.১৯ টাকা।

এসময় কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ১৭.২৪ টাকা ও শেয়ার প্রতি নগদ কার্যকরী অর্থ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ০.৬৫ টাকা।

কোম্পানি সূত্রে জানা যায়, ৩১ ডিসেম্বর ২০১৭ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছিল। ওই সময় কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছিল ১.৬৬ টাকা ও শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছিল ১৯.৬২ টাকা। ওই সময় কোম্পানিটির কর পরবর্তী মুনাফা হয়েছে ৫ কোটি ৬৯ লাখ ৭০ হাজার টাকা।

‘এ’ ক্যাটাগরির আওতাভুক্ত কোম্পানিটি ২০০৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। সর্বশেষ বার্ষিক প্রতিবেদন ও বাজার দরের ভিত্তিতে শেয়ারের মূল্য আয় (পিই) অনুপাত ২৩.৬১ এবং হালনাগাদ অনিরীক্ষিত ইপিএসের ভিত্তিতে ২২.২৭। ১০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ৩৭ কোটি ৭৭ লাখ ৫০ হাজার টাকা।

কোম্পানিটির সর্বমোট ৩ কোটি ৭৭ লাখ ৭৪ হাজার ৯৫০টি শেয়ারের মধ্যে ৩১.৭৮ শতাংশ উদ্যোক্তা ও পরিচালকদের নিকট রয়েছে। বাদবাকি শেয়ারের ২০.৬৫ শতাংশ প্রাতিষ্ঠানিক ও ৪৭.৫৭ শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের নিকট রয়েছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2019
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া