adv
২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রংপুরে অভিষেক ডি ভিলিয়ার্সের, আউট ওয়ার্নার

নিজস্ব প্রতিবেদক : বিপিএলের ২১তম ম্যাচে মুখোমুখি হয়েছে রংপুর রাইডার্স ও সিলেট সিক্সার্স। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রংপুর অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ফলে আগে ব্যাট করছে ডেভিড ওয়ার্নারের সিলেট।

অবশ্য শুরুটা আশাব্যঞ্জক হয়নি। ইনিংসের ভূমিকাতেই মাশরাফির শিকার হয়ে ফিরেছেন লিটন দাস। পরে আফিফ হোসেনকে নিয়ে খেলা ধরার চেষ্টা করেন সাব্বির রহমান। ভালোই খেলছিলেন তারা। তবে হঠাৎই ছন্দ হারান আফিফ। রাইলি রুশোর অসাধারণ থ্রোতে ব্যক্তিগত ১৯ রানে রানআউটে কাটা পড়েন তিনি। এখন ডেভিড ওয়ার্নারকে নিয়ে দলকে টেনে তুলছেন সাব্বির। দুজনের মধ্যে দারুণ মেলবন্ধন গড়ে উঠেছে।

সমর্থকদের প্রতীক্ষার অবসান ঘটিয়ে এই ম্যাচ দিয়েই বিপিএল অভিষেক হয়েছে দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সের। একাদশে বিধ্বংসী প্রোটিয়া ব্যাটসম্যানের অন্তর্ভুক্তি রংপুরের শক্তিমত্তা বাড়িয়ে দিয়েছে তাতে কোনো সন্দেহ নেই। ক্যারিবীয় দানব ক্রিস গেইল অফফর্মে থাকায় রংপুরের ব্যাটিংয়ে মূল ভরসা তাই ‘মিস্টার ৩৬০ ডিগ্রি’। তবে আগুনে ফর্মে আছেন রাইলি রুশো। আজ একাদশে আছেন টি-টোয়েন্টি স্পেশালিস্ট অ্যালেক্স হেলস।

অন্যদিকে সিলেটের বড় ভরসা দলের অধিনায়ক ডেভিড ওয়ার্নার আছেন দুর্দান্ত ফর্মে। ব্যাক টু ব্যাক ফিফটি তুলে নিয়েছেন তিনি। এর পরই বড় ক্ষতির মুখে পড়তে যাচ্ছে ‘চায়ের দেশ’। এই ম্যাচ দিয়েই এবারের বিপিএল থেকে বিদায় নিতে চলেছেন সাবেক অজি সহ-অধিনায়ক। কনুইয়ের ইনজুরি নিয়ে অস্ট্রেলিয়া ফিরে যাচ্ছেন এই বিস্ফোরক ওপেনার।

শীর্ষ চারে স্থান পেতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই কোনো দলের। ৬ ম্যাচ খেলে দুই দলেরই পয়েন্ট ৪ করে। নেট রান রেটের ব্যবধানে একধাপ এগিয়ে পঞ্চম স্থানে রংপুর। এই ম্যাচ জিতলেই চতুর্থ স্থানে চলে আসবেন রাইডার্সরা। সুযোগ থাকছে সিক্সার্সদেরও। জয় পেলে এ স্থানে উঠতে পারেন তারাও। তবে সেক্ষেত্রে চারে থাকা রাজশাহী কিংসের সঙ্গে তাদের রানের ব্যবধান বড় পার্থক্য হয়ে দাঁড়াতে পারে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2019
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া