adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিদেশি কূটনীতিকদের মুখোমুখি হয়ে সরকারের পরিকল্পনা তুলে ধরলেন নতুন পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : বিদেশি কূটনীতিকদের মুখোমুখি হয়ে সরকারের পরিকল্পনা তুলে ধরলেন নতুন পররাষ্ট্রমন্ত্রী। সরকারের আগামীর পথ চলায় বিদেশি বন্ধু-উন্নয়ন সহযোগীদের সমর্থন ও সহযোগিতা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।

একই সঙ্গে ভোট পরবর্তী ঘটনাগুলোর বিষয়ে বিদেশিদের উদ্বেগ নিরসন ও বিদেশি বিনিয়োগ বাড়াতে ১০ বছরে সরকারের সাফল্য তুলে ধরেছেন বল জানিয়েছে বৈঠক সুত্র। রোহিঙ্গা সংকট দির্ঘস্থায়ী হলে প্রতিবেশী ভারত, চীনসহ এশিয়ার দেশগুলো নিরাপত্তা হুমকিতে পরবে। এমনকি বৈশ্বিকভাবে সবার স্বার্থ বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানান।

বৃস্পতিবার রাষ্ট্রিয় অতিথি ভবন পদ্মায় বিদেশি কূটনীতিকদের প্রথমবার ব্রিফ করেন নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী কোনও কথা না বললেও ঢাকায় ডিপলোম্যাটিক প্রধান ও ভ্যাটিক্যানের রাষ্ট্রদূত সাংবাদিকদের বলেন, পররাষ্ট্রমন্ত্রী তার পরিকল্পনা আমাদের জানিয়েছেন। এবং আমি ডিপ্লোমেটিক কর্পের প্রধান হিসেবে আমাদের শ্রদ্ধা ও অভিনন্দন জানিয়েছি।

আমরা সবাই প্রতিশ্রুতি দিয়েছি, এই দেশকে উন্নত করার জন্য আমাদের সাহায্য সহযোগিতা অব্যাহত থাকবে। একে অপরকে জানার জন্য বৈঠকটি একটি উত্তম সুযোগ ছিল। তৃতীয় মেয়াদে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের যাত্রা শুরুর পর আজই প্রথম আনুষ্ঠানিকভাবে বিদেশিদের ব্রিফ করা হলো। ঢাকাস্থ সব কূটনৈতিক মিশনের প্রতিনি ও প্রধানরা ব্রিফে অংশ নেন। এ ছাড়া পররাষ্ট্র প্রতিমন্ত্রী, সচিবসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কূটনৈতিক ব্রিফিংয়ে নতুন পররাষ্ট্রমন্ত্রী তার পরিকল্পনা ও অগ্রাধিকার বিষয়ে বিদেশি বন্ধু-উন্নয়ন সহযোগীদের অবহিত করেন। এর মধ্যে রয়েছে- অর্থনৈতিক কূটনীতি, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, আঞ্চলিক এবং আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক ও যোগাযোগ বাড়ানো, দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা জোরদার, সম্ভাবনায় ব্লু-ইকোনমি এবং কানেক্টিভিটি বাড়ানো। রোহিঙ্গা সংকট মোকাবেলায় বিশ্ব সম্প্রদায়কে নতুন করে ভাবার বিষয়টি তুলে ধরেন আবদুল মোমেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2019
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া