adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বিশ্বের সর্বাধুনিক অস্ত্র নির্মাণে সক্ষম চীন: পেন্টাগন

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক অস্ত্রব্যবস্থা নির্মাণে সক্ষম হয়েছে চীন। কোনো কোনোটায় দেশটি প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলে দিয়েছে।

চীনের সঙ্গে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে মঙ্গলবার মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনের নতুন প্রতিবেদনে এমন তথ্যই দেয়া হয়েছে। চীনের শক্তি বৃদ্ধিতে মার্কিন উদ্বেগ বেড়েছে। এতে তাইওয়ানে সম্ভাব্য হামলার বিষয়ে দুশ্চিন্তার কথা বলা হয়েছে।

প্রতিবেদনের বিষয়ে কথা বলতে গিয়ে মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হচ্ছে- চীন তার সামরিক অস্ত্র ও প্রযুক্তি উন্নততর করছে। একটি আঞ্চলিক সংঘাতে জড়িয়ে পড়তে চীন অনেক আত্মবিশ্বাসী বলে জানিয়েছেন তিনি।

এর আগে বেইজিংয়ের নেতৃবৃন্দ বলেছেন, তাইওয়ান প্রসঙ্গে চীনের সার্বভৌমত্বকে তারা এখন সবচেয়ে বেশি অগ্রাধিকার দিচ্ছেন। তাইওয়ান যদি স্বাধীনতা ঘোষণা করতে যায়, তবে সামরিক শক্তি প্রয়োগেও দ্বিধা করবে না চীন।

প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে ব্যাপক সামরিক অগ্রগতি হয়েছে বেইজিংয়ের। তারা সব ধরনের প্রযুক্তি অর্জন করেছে। রণতীর, মাঝারি ও মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্রের পাশাপাশি হাইপারসনিক অস্ত্রও রয়েছে।

চীনের হাইপারসনিক অস্ত্র শব্দের চেয়ে কয়েক গুণ বেশি গতির এবং সহজেই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থাকে ফাঁকি দিতে পারবে।

কোনো ক্ষেত্রে চীন বিশ্বকে নেতৃত্ব দিতে পারবে বলেও জানিয়েছে পেন্টাগন।

চীনের সামরিক সক্ষমতা বাড়ার অর্থ হলো- দেশটি আকাশ, সমুদ্র, মহাকাশ ও সাইবার জগতে নিজের সক্ষমতা বাড়িয়েছে। এতে করে এ অঞ্চলে চীন নিজের ইচ্ছাকে চাপিয়ে দিতে পারবে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2019
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া