adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

চেলসির পর এবার মোনাকোতে নাম লেখালেন ফ্যাব্রেগাস

স্পোর্টস ডেস্ক : ইংলিশ ফুটবলে সেস ফ্যাব্রেগাসের শুরুটা হয়েছিল ২০০৩ সালে। আর্সেনালের জার্সিতে ইংলিশ ফুটবলে সূচনা করার পর ২০১১ সালে স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় যোগ দেন তিনি। এরপর সেখান থেকে ২০১৪ সালে ইংলিশ ক্লাব চেলসিতে যোগ দেন এই মিডফিল্ডার। এবার চেলসি ছেড়ে সাড়ে তিন বছরের চুক্তিতে ফরাসি ক্লাব মোনাকোতে যোগ দিয়েছেন স্প্যানিশ এই তারকা মিডফিল্ডার।

দুই ক্লাবের পক্ষ থেকেই খবরটি নিশ্চিত করা হয়। ২০২১-২২ মৌসুমের শেষ পর্যন্ত মোনাকোতে খেলবেন ৩১ বছর বয়সী এই ফুটবলার।

২০১৪ সালের জুনে বার্সা থেকে স্ট্যামফোর্ড ব্রিজে যোগ দেওয়ার পর ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৯৮ ম্যাচ খেলে ২২টি গোল করা ফ্যাব্রেগাস জানিয়েছেন, আমি এখানে দলকে (মোনাকো) সাহায্য করতে এসেছি। শুরু করতে মুখিয়ে আছি। ভীষণ রোমাঞ্চিত আমি।

নতুন ঠিকানায় সাবেক ক্লাব সতীর্থ থিয়েরি অঁরিকে কোচ হিসেবে পাবেন ফাব্রেগাস। ইংল্যান্ডের আরেক ক্লাব আর্সেনালে কয়েক বছর একসঙ্গে খেলেছিলেন দুজন। চেলসির হয়ে সাড়ে চার বছরে দলকে দুটি ইংলিশ প্রিমিয়ার লিগসহ মোট চারটি শিরোপা জিতিয়েছেন তিনি। পুরো ক্যারিয়ারে ইংলিশ ক্লাবের হয়ে ৫০১ ম্যাচ খেলেছেন তিনি। এর মধ্যে আর্সেনালের হয়ে ৩০৩ ম্যাচ ও চেলসির হয়ে ১৯৮ ম্যাচ খেলেছেন ফ্যাব্রেগাস।

ইংলিশ ফুটবলের দ্বিতীয় সারির ক্লাব নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে গত ৬ জানুয়ারি আলভারো মোরাতার জোড়া গোলে ২-০ ব্যবধানে জয় তুলে এফএ কাপের চতুর্থ রাউন্ডে পৌঁছে যায় চেলসি। আর সেদিনই চেলসির জার্সিতে শেষ ম্যাচ খেলেছেন ফ্যাব্রেগাস। ম্যাচের ৮৫ মিনিটে চোখের জলে চেলসিকে বিদায় জানান এই মিডফিল্ডার। তবে সেই ম্যাচে সতীর্থরা তাকে জয় উপহার দিলেও, শেষ ম্যাচে কিছুটা আক্ষেপ হয়তো থেকেই যাবে তার। কারণ ম্যাচের ৩০ মিনিটে পাওয়া পেনাল্টি থেকে গোল করার সুযোগ পেলেও, তার নেয়া দারুণ এক শট ঠেকান প্রতিপক্ষের গোলরক্ষক। তাতেই গোলের সুযোগ হারান স্প্যানিশ এই মিডফিল্ডার।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2019
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া