adv
১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ড.কামাল বললেন- সুবর্ণচর সমগ্র জাতির লজ্জা

নিজস্ব প্রতিবেদক : ভোটের রাতে নোয়াখালীর সুবর্ণচরের গণধর্ষণের ঘটনাকে মধ্যযুগীয় অভিহিত করে ওই ঘটনা সরকার ধামাচাপা দিতে চেয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপিকে নিয়ে গঠিত জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা কামাল হোসেন। বলেন, ‘এই ঘটনা সমগ্র জাতির জন্য বড় ধরনের লজ্জা। একজন নারীকেই নয় বরং গণতন্ত্র ও মৌলিক মানবাধিকারকে নির্যাতন করা হয়েছে।

শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জাতীয় ঐক্যফ্রন্ট প্রধান এ কথা বলেন। বিবৃতিতে তিনি সুবর্ণচরের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন।

সরকার সুবর্ণচরের ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে অভিযোগ করে কামাল বলেন, ‘সন্ত্রাসী ধর্ষকদের পালিয়ে যেতে সাহায্য করেছে। পুলিশ বাদীর কথিত মতে হুকুমের আসামিসহ অনেকের নাম বাদ দেওয়াতে আমি ক্ষোভ প্রকাশ করছি।’

‘এই ঘটনা জাতি হিসাবে আমাদেরকে অত্যন্ত হেয় প্রতিপন্ন করেছে। কোনো গণতান্ত্রিক দেশে এমন ঘটনা কল্পনাও করা কঠিন। সোশাল মিডিয়া ও বিভিন্ন গণমাধ্যমের সূত্র মতে ৩০ ডিসেম্বর নির্যাতনের শিকার এই নারী তার নিজ এলাকার একটি ভোট কেন্দ্রে নিজের পছন্দের প্রতীকে ভোট দিতে চাইলে, ক্ষমতাসীনরা তাকে নৌকা প্রতীকে ভোট দিতে বলে। ওই নারী তাদের কথায় সায় না দিয়ে নিজের পছন্দের প্রতীকে ভোট দিয়ে বাহির হলে সন্ত্রাসীরা তাকে দেখে নেওয়ার হুমকি দেয়।’

অনতিবিলম্বে অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানিয়ে কামাল আরো বলেন, ‘সুবর্ণচরের ঘটনা আমাদের গণতান্ত্রিক অধিকার, মৌলিক মানবাধিকার ও মত প্রকাশের স্বাধীনতাকে হুমকির সম্মুখীন করেছে। এতে আমরা ভীষণভাবে ক্ষুব্ধ, উদ্বিগ্ন ও মর্মাহত। এরূপ ঘটনার যেন আর পুনরাবৃত্তি না ঘটে তার জন্য দেশের মর্মাহত জনগণকেই উদ্যোগী হতে হবে।’

শনিবার সুবর্ণচর যাচ্ছেন ঐক্যফ্রন্ট নেতৃবৃন্দ –

সুবর্ণচরের ঘটনায় জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি সভাপতি আ স ম আবদুর রবসহ ঐক্যফ্রন্টের নেতৃবৃন্দ আজ সকালে নোয়াখালী জেলার সুবর্ণচরে যাচ্ছেন। জেএসডির পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। নেতৃবৃন্দ সেখানে চরজুবলী ইউনিয়নে ৪ সন্তানের জননীর সাথে সাক্ষাৎ করবেন এবং তার খোঁজ খবর নেবেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2019
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া