adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিপিএলে খেলতে স্মিথ আসছেন ৪ জানুয়ারি, ৫ তারিখে গেইল

ডেস্ক রিপোর্ট : জল অনেক ঘোলা হওয়ার পর নিয়ম বদলে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথকে বিপিএল খেলার অনুমতি দিয়েছে বিসিবি।

তবে জাতীয় সংসদ নির্বাচনের মাত্র ৭২ ঘন্টা আগে সাত প্রতিযোগী দলের সম্মতিতে বিসিবি স্মিথকে বিপিএল খেলার আনুষ্ঠানিক অনুমতি দেয়ার কথাটি সেভাবে ফলাও করে প্রচারিত হয়নি।

শেষ খবর, অজি ক্রিকেটের উজ্জ্বল নক্ষত্র কুমিল্লা ভিক্টোরিয়ান্সের এবারের সেরা সংগ্রহ স্মিথ এবারের বিপিএল খেলবেন, এটা শতভাগ নিশ্চিত। শুধু তাই নয়, কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে তার ঢাকায় আসার দিনক্ষণও চূড়ান্ত।

ভাবা হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে এবারের বিপিএলের শুরু থেকেই খেলবেন স্মিথ। কুমিল্লা কোচ মোহাম্মদ সালাউদ্দীন আজ সন্ধ্যায় জানিয়েছেন, কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অস্ট্রেলিয়ান রিক্রুট স্টিভেন স্মিথ রাজধানী ঢাকায় পা রাখবেন ৪ জানুয়ারি।

সালাউদ্দীন বলেন, ‘আশা করছি কুমিল্লার হয়ে ৬ জানুয়ারী শেরে বাংলায় প্রথম ম্যাচে সিলেট সিক্সার্সের বিপক্ষে মাঠে নামবেন সাবেক অজি অধিনায়ক।’

কোচ সালাউদ্দীনের দেয়া তথ্য অনুযায়ী ২ জানুয়ারী কুমিল্লার অফিসিয়াল প্র্যাকটিস শুরু। যদিও দলটির প্রধান তারকা তামিম ইকবাল মঙ্গলবার দুপুরেই শেরে বাংলার লাগোয়া একাডেমি মাঠে অনুশীলন করেন।

এদিকে তারকা তকমাধারি বিদেশী ক্রিকেটারদের মধ্যে সবার আগে আসছেন আন্দ্রে রাসেল। গতবারের রানার্সআপ ঢাকা ডায়নামাইটসের হয়ে খেলতে আগামীকাল ২ জানুয়ারি রাজধানীতে পা রাখবেন এ ক্যারিবীয় অলরাউন্ডার।

২ জানুয়ারি বুধবার আন্দ্রে রাসেল আসার ঠিক পরদিন ঢাকার অপর দুই ওয়েস্ট ইন্ডিজ রিক্রুট সুনিল নারিন ও কাইরান পোলার্ডও এসে পড়বেন। ঢাকার কো অর্ডিনেটর সাইফুল আজ এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘৩ জানুয়ারির মধ্যে আমাদের পাঁচ জন বিদেশী ক্রিকেটার চলে আসবেন। তার মধ্যে পেস বোলিং অলরাউন্ডার আন্দ্রে রাসেল এসে পৌঁছাবেন ২ জানুয়ারি। সুনিল নারিন এবং কাইরন পোলার্ড রাজধানীতে পা রাখবেন ৩ তারিখ।’

গত আসরের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের সাফল্যের অন্যতম প্রধান রুপকার এ জ্যামাইকান তারকা কি এবার প্রথম থেকে খেলবেন? নাকি গতবারের মত একটু দেরিতে দলের সাথে যোগ দেবেন?

এমন কৌতুহলি প্রশ্ন প্রতিটি রংপুর রাইডার্স সমর্থকের মনেই উকিঝুঁকি দিচ্ছে। পাশাপাশি অনেক ক্রিকেট অনুরাগিও টি-টোয়েন্টি ফরম্যাটের এ বিধ্বংসী উইলোবাজের বিপিএল খেলতে আসার দিনক্ষণ জানতে উন্মুখ।

তাদের জন্য আছে সুখবর, এবার হয়তো বিপিএলের শুরু থেকেই ব্যাট হাতে শেরে বাংলা, সিলেট ও চট্টগ্রামে ঝড় তুলতে দেখা যাবে ক্রিস গেইলকে। গতবারের শিরোপা বিজয়ী রংপুর রাইডার্সের প্রধান ফরেন রিক্রুট ক্রিস গেইলও সম্ভবত রংপুরের প্রথম ম্যাচ থেকে খেলবেন।

রংপুর রাইডার্স টিম ম্যানেজমেন্ট সূত্র নিশ্চিত করেছে, হয় ৪ না হয় ৫ জানুয়ারী ঢাকা আসছেন ক্রিস গেইল। ৪ জানুয়ারী রাজধানীতে এসে পৌঁছলে হয়ত ৫ জানুয়ারী শেরে বাংলায় চিটাগাং ভাইকিংসের বিপক্ষে রংপুরের প্রথম ম্যাচেই খেলবেন গেইল। না হয় ৫ তারিখ আসলে নিশ্চয়ই দ্বিতীয় ম্যাচ থেকে মাঠে নামবেন। সেক্ষেত্রে ৬ জানুয়ারী খুলনা টাইটান্সের সাথে খেলতে দেখা যাবে টি টোয়েন্টি ফরম্যাটের সবচেয়ে আক্রমণাত্মক ও বিপিএলে যারপরনাই সফল গেইলকে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2019
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া