adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের প্রশ্নের জবাবে শেখ হাসিনা : আওয়ামী লীগ উন্নয়ন করেছে বলেই বিপুল বিজয় হয়েছে

ডেস্ক রিপাের্ট : নির্বাচনে অনিয়মের যে কোন অভিযোগ স্বাধীনভাবে তদন্ত করবে নির্বাচন কমিশন, সরকার প্রয়োজনীয় সব সহযোগিতা দেবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিএনপি মনোনয়ন বাণিজ্য করেছে, যুদ্ধাপরাধীদের মনোনয়ন দিয়েছে সেজন্য মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে, আওয়ামী লীগ উন্নয়ন করেছে বলেই বিপুল বিজয় হয়েছে।

সোমবার সন্ধ্যায় গণভবনে বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।

এসময় তিনি সাংবাদিক ও পর্যবেক্ষকদের আরো বলেন, আমাদের অতীতের বিভৎস অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে। ২০০১সালের কথা সবার মনে আছে। নির্বাচনের পরের দিন আমাদের একাধিক কর্মীর বাড়ি ঘর জ্বালিয়ে দেয়া হয়েছে। তাদের পরিবারের উপর নির্যাতন করা হয়েছে। তাদের ব্যবসা বাণিজ্য দখল করা হয়েছে। মাত্র ছয় বছরের মেয়েও তাদের ধর্ষণের হাত থেকে বাঁচতে পারেনি। অথচ আমাদের নির্বাচনের একদিন চলে গেছে কোথাও বিরোধী দলের উপর আক্রমণ করা হয়েছে এমন ঘটনা কেউ দেখাতে পারবেন না। আমরা এসব সংঘাত চাইনা। আমরা এদেশের উন্নয়ন চাই, মানুষের ভাগ্যর উন্নয়ন চাই।

বাংলাদেশ তথ্য ও প্রযুক্তিতে উন্নত হয়েছে তাহলে নির্বাচনকালীন সময়ে ইন্টারনেট ডাউন কেন করা হয়েছিলো এমন এক প্রশ্নের উত্তরে শেখ হাসিনা বলেন, এটা হয়তো ইউজারের কারণে হতে পারে। আপনি যখন নেটে গিয়েছিলেন তখন হয়তো ইউজার বেশি থাকার কারণে সমস্যা হয়েছে।

রোহিঙ্গা বিষয়ে আরেক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন, মিয়ানমার রোহিঙ্গাদের ফেরত নিতে ইতিমধ্যে চুক্তি স্বাক্ষর করেছে। আমরাও চাই রোহিঙ্গারা তাদের অধিকার নিয়ে মিয়ানমারে দ্রুত ফিরে যাক। তবে মানবিক প্রেক্ষাপট থেকে তাদের রিফিউজি হিসেবে, নিরাপত্তা নিশ্চিত না করে তাদের মিয়ানমারে ফেরত পাঠানো ঠিক হবে না। এই জন্য তিনি বিশ্বকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে আহ্বান জানান।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2018
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া