adv
২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অস্ট্রেলিয়ায় ভারতের ঐতিহাসিক জয়

স্পাের্টস ডেস্ক : অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় পেয়েছে ভারত। সোমবার সিরিজের প্রথম টেস্টে স্বাগতিকদের ৩১ রানে হারিয়েছে বিরাট কোহলির দল। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজের প্রথম টেস্ট জিতল ভারত। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন চেতেশ্বরা পুজারা।

ভারত তাদের প্রথম ইনিংসে করেছিল ২৫০ ও দ্বিতীয় ইনিংসে ৩০৭ রান। অন্যদিকে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ২৩৫ ও দ্বিতীয় ইনিংসে ২৯১ রানে গুটিয়ে যায়।

গত ১০০ বছরে অ্যাডিলেডে চতুর্থ ইনিংসে ২০০ রানের বেশি তাড়া করে জয়ের রেকর্ড নেই অস্ট্রেলিয়ার। সেখানে চতুর্থ দিন তাদের ৩২৩ রানের লক্ষ্য ধরিয়ে দিয়েছিল ভারত। সেই অসম্ভব লক্ষ্য তাড়া করতেই গিয়ে ১০৪ রানে ৪ উইকেট হারিয়ে চতুর্থ দিন শেষ করে তারা।

আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান শন মার্শ ও ট্র্যাভিস হেড কিছুটা স্বপ্ন দেখাচ্ছিলেন। কিন্তু দিনের শুরুতেই হেডকে (১৪) ফিরিয়ে দেন ইশান্ত শর্মা।

টেস্ট বাঁচাতে মরিয়া অস্ট্রেলিয়া অবশ্য কম চেষ্টা করেনি। ভারতীয় বোলারদের সামনে প্রতিরোধের চেষ্টা করেন দলটির লেজের দিককার ব্যাটসম্যানসহ প্রায় সবাই। কিন্তু শেষ পর্যন্ত হার মানতে হয় তাদের।

মার্শ ব্যক্তিগত ৬০ রানে আউট হলে দলের হাল ধরে অধিনায়ক টিম পেইন। কিন্তু তিনিও ব্যক্তিগত ৪০ রানে বুমরাহর বলে সাজঘরে ফিরে যান। তারপর প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, নাথান লায়নরাও ম্যাচ বাঁচানোর চেষ্টা করেন। কিন্তু শেষ হাসি হাসেন ভারতীয়রাই।

কামিন্স ২৮, স্টার্ক ২৮ ও জস হ্যাজেলউড ১৩ রান করেছেন। লায়ন অপরাজিত থাকেন ৩৮ রানে। ভারতের হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন জসপ্রিত বুমরাহ, রবিচন্দ্রন অশ্বিন ও মোহাম্মদ শামি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2018
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া