adv
২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে বাংলাদেশ – ওয়েস্ট ইন্ডিজ মুখোমুখি

নিজস্ব প্রতিবেদক : মিরপুর স্টেডিয়ামের সবুজ গালিচায় রোববার বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে। দিবা-রাত্রির এই ম্যাচ বেলা ১টায় শুরু হবে। ওয়ানডে ক্রিকেটে এটি হবে উভয় দলের ৩২তম লড়াই। একদিনের ক্রিকেটে বাংলাদেশ থেকে অনেক শক্তিশালী ক্যারিবীয় দলটি।

বিগত ৩১তম সাক্ষাতে জয়ের পাল্লাটা কিন্তু ঝুঁকে আছে ওয়েস্ট ইন্ডিজের দিকে। তাদের ২০ জয়ের বিপরীতে টাইগারদের জয় ৯টি। তবে সাম্প্রতিককালে ক্যারিবীয়ানদের বিরুদ্ধে বাংলাদেশের পারফরমেন্সটাও বেশ উজ্জ্বল।

সীমিত ওভারের খেলায় বাংলাদেশের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজের সর্বোচ্চ রান ৩৩৮। ২০১৪ সালের ২৫ আগস্ট ৭ উইকেটে এ রানের পাহাড় গড়ে তারা। তাদের বিরুদ্ধে টাইগারদের সর্বোচ্চ রান ৩০১। চলতি বছরের ২৮ জুলাই ৬ উইকেটে এ সংগ্রহ গড়ে মাশরাফিবাহিনী। ম্যাচটি জিতেছিলো বাংলাদেশ। ওয়ানডে সিরিজ নিয়ে দ্ইু দলপতি চুলচেড়া বিশ্লেষণ করছেন।

মাশরাফি চাইছেন সফরকারীদের বিরুদ্ধে জয় দিয়ে বছর শেষ করতে। অপরদিকে ক্যারিবীয় অধিনায়ক রোভম্যান পাউয়েলের গলায় একই সুর। বাংলাদেশকে শক্ত প্রতিপক্ষ মানলেও বছরের শেষ ওয়ানডে সিরিজ জিততে মরিয়া তিনি।

টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে স্বাগতিকরা। কিন্তু প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির মিলন কতটা ঘটাতে পারবে টাইগাররা, সেটাই বড় প্রশ্ন ক্রিকেট ভক্তদের। চট্টগ্রামে ৬৪ রানের পর ঢাকায় জিতেছে ইনিংস ও ১৮৪ রানে টেস্ট জয়ের পর অগাধ আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামলেও ম্যাচটি কঠিন হবে বলে মনে করছেন দলপতি মাশরাফি। ওয়ানডে সিরিজ জয়ের ব্যাপারে সরাসরি কিছু না বললেও ছোট সংস্করণের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ বরাবরই শক্তিশালী প্রতিপক্ষ বলে মন্তব্য করেছেন। তাদের বিরুদ্ধে ম্যাচ কঠিন হবে বলেও মনে করেন তিনি।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2018
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া