adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

একই দিনে অবসরে ভারত-পাকিস্তানি তারকা

স্পাের্টস ডেস্ক : একই দিনে ক্রিকেটকে বিদায় বললেন চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের দুই ক্রিকেট তারকা। একজন সাদা পোশাককে, আরেকজন পুরো ক্রিকেটকেই। মঙ্গলবার টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন পাকিস্তানের মোহাম্মদ হাফিজ। আর সবধরনের ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন ভারতীয় ওপেনার গৌতম গম্ভীর।

আবুধাবিতে নিউজিল্যান্ডের বিপক্ষে চলা টেস্টই হাফিজের ক্যারিয়ারের শেষ টেস্ট। মঙ্গলবার আমিরশাহিতে সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন পাকিস্তানি অলরাউন্ডার। তবে ওয়ানডে ও টি-টুয়েন্টি খেলে যাবেন আরও কিছুদিন।

২০০৩ সালে বাংলাদেশের বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় হাফিজের। সাদা পোশাকে ৫৫টি ম্যাচ খেলেছেন ৩৮ বছরের হাফিজ। আবুধাবি টেস্টের প্রথম ইনিংস শেষ হওয়া পর্যন্ত তার রান ৩৬৪৪, সেঞ্চুরি ১০টি, হাফসেঞ্চুরি ১২টি। টেস্টে তার ব্যাটিং গড় ৩৮.৫৫। বল হাতে উইকেট নিয়েছেন ৫৪টি।

হাফিজের দিনেই সবধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন ভারতের ২০১১’র বিশ্বকাপজয়ী দলের সদস্য গম্ভীর। এক টুইট বার্তায় ক্রিকেট ক্যারিয়ারের দাঁড়ি টানার কথা জানান সাবেক এই বাঁ-হাতি ওপেনার। বার্তায় তিনি জানান, ‘খুবই ভারী মন নিয়ে সবচেয়ে কঠিন সিদ্ধান্তটা নিলাম।’

নিজের ঘরের মাঠ দিল্লির ফিরোজ শাহ কোটলা থেকেই ব্যাট-প্যাড তুলে রাখবেন গম্ভীর। বৃহস্পতিবার থেকে এই মাঠেই অন্ধ্রপ্রদেশের বিপক্ষে রঞ্জি ট্রফির ম্যাচ আছে দিল্লির। সেটাই হবে গম্ভীরের শেষ ম্যাচ। ৫৮ টেস্ট, ১৪৭ ও ৩৭টি টি-টুয়েন্টি ম্যাচ খেলেছেন গম্ভীর।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2018
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া