adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ধর্ষণ, খুন, সন্ত্রাসের আসামিরা বিএনপির নির্বাচনের মনােনীত তালিকায়

ডেস্ক রিপাের্ট : বিএনপির প্রার্থী তালিকায় ধর্ষণ, নারী নির্যাতন, সন্ত্রাস, চাঁদাবাজির মামলার আসামি আছেন। যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত প্রার্থী আছে একজন। জঙ্গি সম্পৃক্ততার মামলার আসামি আছেন ৯ জন। পর্যালোচনা করে দেখা যায়, বিএনপি একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রাথমিক ভাবে ৬৯৬ জনকে মনোনয়ন দিয়েছে। এই তালিকায় মাত্র ৭৮ জনের বিরুদ্ধে কোনো মামলা নেই। বাকি ৬১৮ জনের বিরুদ্ধে কোনো না কোনো মামলা আছে।

বিএনপির প্রার্থী তালিকা পর্যালোচনা করে দেখা যায়, ১৯ টি আসনে প্রার্থী হয়েছেন জেলে থেকে। এদের মধ্যে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াই প্রার্থী হয়েছেন তিনটি আসন থেকে। এছাড়াও শিমুল বিশ্বাস- পাবনা ৫ আসনে, খায়রুল কবির খোকন নরসিংদী-১ আসনে, এহসানুল হক মিলন চাঁদপুর-১ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। যুদ্ধাপরাধে অভিযুক্ত রয়েছেন অন্তত একজন প্রার্থী। কিশোরগঞ্জ-৩ আসন থেকে প্রার্থী করা হয়েছে যুদ্ধাপরাধে অভিযুক্ত ড. ওসমান ফারুককে। তিনি সাবেক শিক্ষামন্ত্রী। তাঁর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে তদন্ত হলে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে পালিয়ে যান।

বিএনপির প্রার্থী তালিকা পর্যালোচনা করলে দেখা যায়, দিনাজপুর-৬ আসনের প্রার্থীর বিরুদ্ধে ধর্ষণ এবং নারী নির্যাতনের মামলা রয়েছে। একই অভিযোগে মামলা রয়েছে কুড়িগ্রাম-১ আসনের প্রার্থীর বিরুদ্ধেও। নওগাঁ-১, রাজশাহী-৫, ঝিনাইদহ-১ আসনের প্রার্থীর বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা বিচারাধীন রয়েছে। অন্যান্য প্রার্থীদের বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে। এসব মামলার অভিযোগ হলো সন্ত্রাস, চাঁদাবাজি, অগ্নিসংযোগ, সরকারি কাজে বাধা প্রদান ইত্যাদি। সবচেয়ে বেশি মামলা রয়েছে ঢাকা-১৮ আসনের প্রার্থী জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে, ১০৮ টি। ঢাকা-৫ আসনের প্রার্থী নবী উল্লার বিরুদ্ধে রয়েছে ৯১ টি মামলা।

ঢাকা-৪ আসনের প্রার্থী সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে রয়েছে ৮০ টি মামলা। তার ছেলে তানভীর আহমেদের বিরুদ্ধেও মামলা সংখ্যা ৭৫ টি। দলের সিনিয়র নেতাদের বিরুদ্ধেও রয়েছে অনেক মামলা। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে রয়েছে ২৭টি মামলা। স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশারফ হোসেনের বিরুদ্ধে মামলা সংখ্যা ১৯টি, ব্যারিস্টার মওদুদ আহমদের বিরুদ্ধে ১৪টি মামলা রয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বিরুদ্ধে ৩৬টি মামলা রয়েছে।

বিএনপির মনোনয়ন প্রাপ্তদের মধ্যে যাদের বিরুদ্ধে কোন মামলা নেই, তাঁদের মধ্যে রয়েছেন, সিলেট-১ আসনের ইনাম আহমেদ চৌধুরী, সিলেটের আরেক আসনে প্রয়াত ইলিয়াস আলীর স্ত্রী তাহমিনা রুশদী লুনা, রাজশাহীর আবু হেনা, সিরাজগঞ্জ থেকে কনক চাপা, নীলফামারী থেকে বেবী নাজনীন। বাংলা ইনসাইডার

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2018
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া