adv
১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

তোফায়েল আহমেদ বললেন – আ.লীগের আমলে কেউ হয়রানির শিকার হননি

ডেস্ক রিপাের্ট : ১০ বছর আওয়ামী লীগের ক্ষমতার আমলে বিএনপির কোনো নেতাকর্মীর ওপর কোনো ধরনের হামলা হয়নি। কেউ হয়রানির শিকারও হননি বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

শুক্রবার (৩০ নভেম্বর) বিকালে ভোলায় পৌর এলাকার নির্বাচনী কেন্দ্র কমিটির সদস্যদের এক বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি।

তোফায়েল বলেন, বিএনপি তাদের আমলে যে অত্যাচার নির্যাতন করেছে, তা থেকে বর্তমান রাষ্ট্রপতি অ্যাডভোকেট আবদুল হামিদও ভোলায় এসে রেহাই পাননি।

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, এবার ভোলা-১ আসনে বিএনপির দুজন প্রার্থী দাঁড়িয়েছেন। যিনি শেষ পর্যন্ত থাকবেন, আমরা তাদের নিয়ে সংঘাতমুক্ত নিরপেক্ষ নির্বাচন উপহার দেব। এ নির্বাচনের মধ্য দিয়ে আগামী দিনে বাংলার মানুষের ভাগ্য নির্ধারণ হবে। নির্বাচন হবে অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ। আমার দৃঢ় বিশ্বাস, এ নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগ আবার বিজয়ী হবে। শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হবেন।

এ সময় তোফায়েল আহমেদ তার স্বপ্ন পূরণের কথা বলেন। আওয়ামী লীগ আবার ক্ষমতায় এলে ভোলা হবে সত্যিকারের বাংলাদেশের সিঙ্গাপুর।

কেন্দ্র কমিটির সমন্বয়ক পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখার পাশপাশি উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সম্পাদক আব্দুল মমিন টুলু, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি দোস্ত মাহামুদ, জেলা আওয়ামী লীগের অপর সহসভাপতি হামিদুল হক বাহালুল, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোশারফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক নজরুল ইসলাম গোলদার, জেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম নকিব, জেলা আওয়ামী লীগের অপর যুগ্ম সম্পাদক এনামুল হক আরজু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, মুক্তিযোদ্ধা সংসদ ডেপুটি কামন্ডার মো সফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো ইউনুছ প্রমুখ।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2018
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া