adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

খালেদার আরেক মামলার সাজা স্থগিতের আবেদন

নিজস্ব প্রতিবেদক : আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণে আইনি বাধা দূর করতে আরও একটি মামলায় দণ্ড স্থগিতের আবেদন করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ১০ বছরের সাজা দিয়ে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশের আগেই চেম্বার জজ আদালতে জমা পড়ল সাবেক প্রধানমন্ত্রীর আবেদন।

সোমবার আপিল বিভাগের চেম্বার আদালতে এই আবেদন করেন বিএনপি নেত্রীর অ্যাডভেকেট অন রেকর্ড জয়নুল আবেদীন তুহিন। আগের দিন তারা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় বিচারিক আদালতের দেয়া সাত বছরের দণ্ডের বিরুদ্ধে আপিল করেন।

এই দুটি মামলায় দণ্ড স্থগিতের ওপর নির্ভর করবে খালেদা জিয়ার নির্বাচনে অংশ নিতে পারবেন কি না। সংবিধান অনুযায়ী দুই বছরের দণ্ড হলেও কেউ ভোটে দাঁড়াতে পারবেন না। নির্বাচন কমিশন জানিয়েছে, দণ্ড স্থগিত করতে পারলেই কেউ ভোটে আসতে পারবেন।

এই দুটি আবেদনের ওপর শুনানি এখনও হয়নি। সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে করা দুই মামলার বাদী দুর্নীতি দমন কমিশনের আইনজীবী খুরশীদ আলম খান জানিয়েছেন, তারা শুনানির জন্য প্রস্তুত।

গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় পাঁচ বছরের কারাদণ্ড এবং দুই কোটি ১০ লাখ টাকা জরিমানা হয় খালেদা জিয়ার। গত ৩০ অক্টোবর এই মামলার আপিল শুনানি শেষ করে জরিমানা বহাল এবং কারাদণ্ড দ্বিগুণ করে ১০ বছর করে হাইকোর্ট।

এর আগের দিন জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় বিএনপি নেত্রীর সাত বছরের কারাদণ্ড হয়।

দণ্ডিত খালেদা জিয়ার ভোটে আসা অনিশ্চিত হলেও তার পক্ষে ফেনী-১ এবং বগুড়া-৬ ও বগুড়া-৭ আসনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।

উচ্চ আদালতে আপিল করার পর সাবেক প্রধানমন্ত্রীর আইনজীবী কায়সার কামাল সাংবাদিকদের বলেন, ‘দণ্ড স্থগিতের আবেদন করা হয়েছে। সেই সঙ্গে জামিন আবেদন করা হয়েছে।’

গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিচারিক আদালত থেকে রায় ঘোষণার দিন থেকেই খালেদা জিয়া কারাগারে বন্দি। নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে তাকে। মাঝে এক মাস তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে রাখা হয়।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2018
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া