adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

লজ্জার রেকর্ড গড়ে বিশ্বকাপ মিশন শুরু বাংলাদেশ নারী দলের

নিজস্ব প্রতিবেদক : লজ্জার রেকর্ড গড়ে বিশ্বকাপ মিশন শুরু করল বাংলাদেশের মেয়েরা। আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে শনিবার স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের কাছে ৬০ রানে হেরেছে সালমা খাতুনের দল। এদিন ওয়েস্ট ইন্ডিজের দেয়া ১০৭ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে ১৪.৪ ওভারে মাত্র ৪৬ রানে অলআউট হয় বাংলাদেশ।

আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে এটিই সর্বনিম্ন স্কোর। এর আগের সর্বনিম্ম স্কোরও ছিল বাংলাদেশের। ২০১৪ সালে বাংলাদেশে অনুষ্ঠিত আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ৫৮ রান করেছিল বাংলাদেশের মেয়েরা।

অন্যদিকে, টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের নারীদের সর্বনিম্ম রানের ইনিংস হলো ৩০। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪৬ রানের এই ইনিংসটি রয়েছে তৃতীয় অবস্থানে। গত ৩ অক্টোবর কক্সবাজারে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ অলআউট হয়েছিল ৩০ রানে। ২০১৬ সালের ৩০ নভেম্বর ব্যাংককে অনুষ্ঠিত একটি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৪৪ রানে অলআউট হয়েছিল বাংলাদেশের নারীরা।

শনিবার গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে আট উইকেটে ১০৬ রান সংগ্রহ করে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। দলের পক্ষে সর্বোচ্চ ৩২ রান করেন কাইসিয়া নাইট। ২৯ রান করেন অধিনায়ক স্টেফানি টেইলর। বাংলাদেশের বোলারদের মধ্যে জাহানারা আলম ৩টি, সালমা খাতুন ১টি, খাদিজা তুল কুবরা ১টি ও রুমানা আহমেদ ২টি করে উইকেট শিকার করেন।

পরে বাংলাদেশ ব্যাট করতে নেমে ১৪.৪ ওভারে ৪৬ রান করে অলআউট হয়। দলের ব্যাটসম্যানদের মধ্যে কেউই দুই অঙ্কের ঘরে রান করতে পারেননি। সর্বোচ্চ আট রান করেন ফারজানা হক। স্বাগতিকদের পক্ষে দেন্দ্রা ডটিন ৩.৪ ওভার বল করে ৬ রান দিয়ে ৫টি উইকেট শিকার করেন। আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এটি সেরা বোলিং ফিগার। এছাড়া শাকেরা সেলম্যান ২টি, স্টেফানি টেইলর ১টি ও আফি ফ্লেচার ১টি করে উইকেট শিকার করেন। ম্যাচ সেরা হন ওয়েস্ট ইন্ডিজের দেন্দ্রা ডটিন।

ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের মেয়েরা ইনিংসের প্রথম ওভার থেকেই উইকেট হারাতে থাকে। প্রথম ওভারে ফিরে যান ওপেনার শামীমা সুলতানা। পঞ্চম ওভারে আউট হন জাহানারা আলম। ষষ্ঠ ওভারে সাজঘরে ফেরেন আয়েশা রহমান। নবম ওভারে ফিরে যান ফারজানা হক ও নিগার সুলতানা। ১১তম ওভারে আউট হন রুমানা আহমেদ ও লতা ম-ল। এরপর ১২তম ওভারে সানজিদা ইসলাম ও ১৫তম ওভারে সালমা খাতুন এবং খাদিজা তুল কুবরা সাজঘরে ফিরে যান।

সংক্ষিপ্ত স্কোর

ফল: ৬০ রানে জয়ী ওয়েস্ট ইন্ডিজ নারী দল।

ওয়েস্ট ইন্ডিজ উইমেন্স ইনিংস: ১০৬/৮ (২০ ওভার)

(হেলি ম্যাথুজ ৬, দেন্দ্রা ডটিন ৮, স্টেফানি টেইলর ২৯, শিমেইন ক্যাম্পবেল ১, নাতাশা ম্যাকলেন ১১, ব্রিটনি কুপার ৮, কাইসিয়া নাইট ৩২, আনিসা মোহাম্মদ ৪, আফি ফ্লেচার ০*; জাহানারা আলম ৩/২৩, সালমা খাতুন ১/২১, খাদিজাতুল কুবরা ১/১৯, রুমানা আহমেদ ২/১৬, ফাহিমা খাতুন ০/২৪)।

বাংলাদেশ উইমেন্স ইনিংস: ৪৬ (১৪.৪ ওভার)

(শামীমা সুলতানা ৫, আয়েশা রহমান ৬, জাহানারা আলম ৩, ফারজানা হক ৮, নিগার সুলতানা ৩, রুমানা আহমেদ ২, সানজিদা ইসলাম ৪, লতা ম-ল ০, ফাহিমা খাতুন ৩*, সালমা খাতুন ৫, খাদিজা তুল কুবরা ১; শাকেরা সেলম্যান ২/১২, শামিলিয়া কনেল ০/৪, স্টেফানি টেইলর ১/১০, দেন্দ্রা ডটিন ৫/৬, আফি ফ্লেচার ১/১২)।

প্লেয়ার অব দ্য ম্যাচ: দেন্দ্রা ডটিন (ওয়েস্ট ইন্ডিজ)।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2018
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া