adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বাজপেয়ীর নামে লখনউ স্টেডিয়াম

স্পাের্টস ডেস্ক : ভারত–ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টি২০ ম্যাচের আগে লখনউ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নামবদল হল। একানা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নতুন নাম হল ভারতরত্ন অটলবিহারী বাজপেয়ী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। মঙ্গলবার সিরিজের দ্বিতীয় টি২০ ম্যাচের ঠিক একদিন আগে এই সিদ্ধান্ত নিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

বাজপেয়ীর মৃত্যুর পর নানাভাবে প্রয়াত প্রধানমন্ত্রীকে সম্মান জানানোর কাজটি করে আসছে বিজেপি। যদিও বিরোধীরা বলছেন, সম্মান নয়, আসলে ভোটের আগে বাজপেয়ী আবেগকে রাজনীতির কাজে ব্যবহার করা হচ্ছে। কারণ যাই হোক, ইতিমধ্যেই উত্তরাখণ্ডের বেশ কিছু জায়গার নাম প্রয়াত প্রধানমন্ত্রীর নামে করা হয়েছে। এবার উত্তরপ্রদেশের লখনউ স্টেডিয়ামের নামও হল তাঁর নামেই।

ভারত–ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টি২০ ম্যাচের একদিন আগে অর্থাৎ সোমবার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ স্টেডিয়াম কর্তৃপক্ষকে জানিয়ে দেন নতুন নামকরণের সিদ্ধান্ত। এর আগে লখনউ ডেভেলপমেন্ট অথরিটি জানিয়েছিল, স্টেডিয়ামটির নতুন নামকরণের এখনই কোনও প্রয়োজনীয়তা নেই। কিন্তু এরপরই রাজ্য সরকার বিশেষ ক্ষমতাবলে নাম বদলের প্রস্তাব রাজ্যপাল রাম নায়েকের কাছে পাঠায়। সোমবার সন্ধেয় সেই প্রস্তাবে সম্মতি দেন রাজ্যপাল। মঙ্গলবার ভারতরত্ন অটলবিহারী বাজপেয়ী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে সিরিজের দ্বিতীয় ম্যাচ।

স্টেডিয়ামটি প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা যোগী সরকারের অন্যতম বিরোধী মুখ অখিলেশ যাদবের আমলে তৈরি। যদিও এই নামবদল নিয়ে এখনও সরকারিভাবে সমাজবাদী পার্টির তরফে কোনও মন্তব্য করা হয়নি। -আজকাল

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2018
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া