adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সংলাপে সরকার দাবি মেনে না নিলে আন্দোলনের বিকল্প নেই : মওদুদ আহমেদ

নিজস্ব প্রতিবেদক : সংলাপে সরকার দাবি মেনে না নিলে তাদের সামনে আন্দোলনের বিকল্প থাকবে না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

মঙ্গলবার বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় ঐক্যফ্রন্টের জনসভায় তিনি একথা জানান।

জনসভায় সভাপতিত্ব করেন জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঐক্যের আহ্বায়ক ড. কামাল হোসেন। এ ছাড়া জাতীয় ঐক্যফ্রন্ট, ২০ দলীয় জোটের শরিক দলগুলো ও বিএনপির শীর্ষ নেতারা বক্তব্য দেন।

মওদুদ বলেন, ‘১০ বছরের শাসনে আওয়ামী লীগ সরকার অনেক উন্নতি করেছে, সেটি দুর্নীতির উন্নয়ন।’

তিনি বলেন, ‘সংলাপের মাধ্যমে একটা সমাধান হবে ভেবেই আমরা আহ্বান জানিয়েছিলাম। সরকার সাড়া দিয়েছে, এটাকে আমরা স্বাগত জানাই।’

বিএনপির এই নেতা বলেন, ‘সরকার একদিকে সংলাপের কথা বলছে, অন্যদিকে বিএনপির নেতাকর্মীদের গণহারে গ্রেফতার করছে। খালেদা জিয়াকে জেলে রাখবে। আবার তফসিল ঘোষণা করবে। একই সঙ্গে ভিন্ন আচরণ মেনে নেয়া যায় না।’

তিনি বলেন, ‘আজ সকালেও আমার বাসার সামনে থেকে নিরীহ কর্মীদের গ্রেফতার করা হয়েছে। একদিকে সংলাপ অন্যদিকে গ্রেফতার, এটা মেনে নেয়া যাবে না।’

মওদুদ বলেন, ‘যদি সরকার সংলাপে আমাদের দাবি মেনে না নেয়, তাহলে আন্দোলনের কোনো বিকল্প থাকবে না। সেভাবেই সবাইকে প্রস্তুতি নিতে হবে। আজ আপনারা যারা জনসভায় আছেন, তারা যদি মাঠে নামেন, তাহলে ২৪ ঘণ্টার মধ্যে সরকার পদত্যাগ করতে বাধ্য হবে।’

হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘সরকার যদি মনে করে ’৭৪ সালের মতো নির্বাচন করে ক্ষমতায় আসবে, তাহলে ভুল করবে। এবার আর তা সম্ভব হবে না।’

তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা আপনি তত্ত্বাবধায়ক সরকারের সময় ১৪টি মামলা থাকা অবস্থায় প্যারোলে মুক্তি নিয়ে আমেরিকায় গিয়েছিলেন। তখন বলেছিলেন, ক্ষমতায় আসলে ১/১১ সরকারের বৈধতা দিবেন। কিন্তু, আমাদের নেত্রী খালেদা জিয়া সেভাবে মুক্তি নেননি। এখনো তিনি প্যারোলে মুক্তি নিবেন না। তাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2018
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া