adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

আপনাদের হাতে মোবাইল আছে, আমাকে দেখান – ময়মনসিংহের জনসভায় প্রধানমন্ত্রী

ডেস্ক রিপাের্ট : ময়মনসিংহের জনসভায় ভাষণ দেওয়ার এক পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত জনতার কাছে তাঁদের মোবাইল দেখতে চান। জনতাকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আপনাদের সবার হাতে হাতে কি মোবাইল আছে? কই আপনাদের মোবাইল দেখি?’ এসময় জনসভাস্থলে উপস্থিত জনতাও তাঁদের মোবাইলগুলো হাত উচু করে ধরে প্রধানমন্ত্রীকে দেখান।

আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টার স্থানীয় ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমরা ক্ষমতায় এসে ১৯৯৬ সালে মোবাইল ফোনের অনুমোদন দিয়েছি। এখন সবার হাতেই মোবাইল দেখা যায়। আমরা বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে পরিণত করেছি। এখন দেশে বসেই মানুষ বিদেশে ইন্টারনেটের মাধ্যমে অর্থ উপার্জন করতে পারছে।’

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনসভা মঞ্চের পাশে ১৯৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

জুমার নামাজ শেষে মঞ্চে আসন গ্রহণ করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা। দুপুর ২টার পর থেকেই থেকে কানায় কানায় ভরে যায় ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠ।

আজকের সভায় সভাপতিত্ব করেন ময়মনিসংহ জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা। এসময় কেন্দ্রিয় ও স্থানীয় আওয়ামী লীগের অনেক নেতা উপস্থিত ছিলেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2018
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া