adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নারী ফুটবলে বুধবার দক্ষিণ কোরিয়ার মোকাবিলা করবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : আগামী বছর থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য এএফসি অনূর্ধ্ব-১৯ নারী ফুটবলের চুড়ান্ত পর্বে খেলার স্বপ্ন নিয়ে এশিয়ার ২৭টি দেশ তাজিকিস্তানে হাজির হয়েছে কোয়ালিফাইং রাউন্ড খেলতে। বাংলাদেশের নারীরা খেলবে ‘ডি’ গ্রুপে। তাদের প্রতিপক্ষ শক্তিশালী দক্ষিণ কোরিয়া, চাইনিজ তাইপে ও স্বাগতিক তাজিকিস্তান।

বুধবার বাংলাদেশের নারীরা মোকাবিলা করবে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে। দুশানবে সেন্ট্রাল রিপাবলিকান স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল ৩টায় খেলা শুরু হবে। গত ২০ অক্টোবর দেশ ছাড়ার আগে বাংলাদেশ দলের কোচ গোলাম রাব্বানী ছোটন বলেছিলেন, ডি’ গ্রুপে বাংলাদেশের শক্ত প্রতিপক্ষ কেবল দক্ষিণ কোরিয়া। তাদের কাছ থেকে নুন্যতম ফলাফল অর্জন করতে পারলে চুড়ান্ত পর্বে খেলার সম্ভাবনা থাকবে। তবে মঙ্গলবার অনুশীলন শেষে টাইগ্রেসদের অধিনায়ক সিরাত জাহান মৌসুমী সাংবাদিকদের বললেন, দক্ষিণ কোরিয়া আর স্বাগতিক তাজিকিস্তান আমাদের কাছে শক্ত প্রতিপক্ষ। আমরা সেরাটা খেলে জয় নিয়ে মাঠ ছাড়তে পিছ পা হবো না।

গ্রুপ ‘ডি’ থেকে বড় প্রতিপক্ষ মোকাবেলা করার আগে মৌসুমী মারিয়াদের বড় চ্যালেঞ্জ কন্ডিশন মোকাবেলা। কেননা তাজিকিস্তানের ঠা-া আবহাওয়ার সঙ্গে মানিয়ে গত তিন দিন ধরে কঠোর পরিশ্রম করে যাচ্ছে বাংলাদেশের কিশোরীরা। স্থানীয় মাঠে অনুশীলনে পজেশন নিয়ে শিষ্যদের সঙ্গে কাজ করেন কোচ গোলাম রব্বানী ছোটন। এরপর শটিং ও পাসিং নিয়েও আলাদা করে অনুশীলন করে মেয়েরা। এদিকে বাফুফে জানিয়েছে, দ. কোরিয়ার বিরুদ্ধে মাঠে নামার আগে গতকাল প্র্যাকটিস সেশনে বেশ ঘাম ঝরিয়েছে স্বপ্না-কৃষ্ণা-তহুারা। শট, পাস ও পজেশন নিয়ে রব্বানী অনেক সময় ধরে কাজ করেছেন শিষ্যদের নিয়ে। ‘ডি’ গ্রুপ থেকে পরের ম্যাচে আগামী শুক্রবার চাইনিজ তাইপেকে মোকাবিলা করবে। আর স্বাগতিক তাজিকিস্তানের বিরুদ্ধে খেলবে ২৮ অক্টোবর রোববার।

গত ১৯ অক্টোবর দীর্ঘ বিমান যাত্রা শেষে তাজিকিস্তানে পা রাখে বাংলাদেশ নারী দল। যাত্রার ক্লান্তি কাটিয়ে একদিন বিশ্রামের পর অনুশীলনে নেমে পড়ে কিশোরীরা। এই টুর্নামেন্টে যাওয়ার আগে ভুটানে সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নিশপের শিরোপা জিতে বাংলাদেশ।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
October 2018
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া