adv
১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দিশাহারা জিম্বাবুয়ে

নিজস্ব প্রতিবেদক : জিম্বাবুয়েকে চেপে ধরেছে বাংলাদেশের বোলাররা। সফরকারীদের টপ অর্ডারের চার ব্যাটসম্যানকে সাজঘরে ফিরিয়ে দিয়েছেন মাশরাফিরা। সর্বশেষ ইনিংসের ১৩তম ওভারে ইমরুল-মুশফিকের দৃঢ়তায় রান আউট হয়েছেন হ্যামিলটন মাসাকাদজা।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের দেয়া ২৭২ রানের জয়ের টার্গেটে এখন ব্যাট করছে জিম্বাবুয়ে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ ২১ ওভারে ৪ উইকেটে ৮৮ রান।

মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে এদিন বল হাতে শুরুটা ভালো এনে দিতে পারেননি দলনেতা মাশরাফি বিন মুর্তজা এবং তার বোলিং ওপেনিংয়ের সঙ্গী মেহেদী হাসান মিরাজ।

ফলে বলের সঙ্গে পাল্লা দিয়ে হ্যামিল্টন মাসাকাদজা ও কেপাস জুয়াও ৪৮ রানের জুটি গড়েন। তবে বল হাতে এসেই দৃশ্যপট পাল্টে দেন মোস্তাফিজুর রহমান। ভয়ঙ্কর হয়ে ওঠা জুয়াওকে সরাসরি বোল্ড করেন। তিনি মাত্র ২৪ বলে ৪ বাউন্ডারি ২ ছয়ে করেন ৩৫ রান।

এরপর দলীয় ৫৯ রানে ৫ রান করা ব্র্যান্ডন টেইলরকে বোল্ড করেন স্পিনার নাজমুল ইসলাম অপু। সফরকারীরা বড় ধাক্কাটা খায় চার রান বাদেই, দলীয় ৬৩ রানে। ভুল বুঝাবুঝিতে রান আউট হন সবচেয়ে অভিজ্ঞ ও নির্ভরযোগ্য মাসাকাদজা, ব্যক্তিগত ২১ রান করে। ইমরুল কায়েসের দুর্দান্ত থ্রো ধরে উইকেট ভাঙতে একটুও বেগ পেতে হয়নি মুশফিকুর রহিমকে।

সেখান থেকে দলের ইনিংস টানার চেষ্টা করেন ক্রেস আরভিন ও সিকান্দার রাজা। তবে দ্বিতীয় স্পেলে এসে অপু নিজের দ্বিতীয় শিকার তুলে নেন ৭ রান করা সিকান্দার রাজাকে বোল্ড করে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ ২১ ওভারে ৮৮/৪। ক্রেগ আরভিন ১৭ এবং শেন উইলিয়ামস শূন্য রানে ব্যাট করছেন।

এর আগে রোববার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশ ৮ উইকেটে ২৭১ রান করে। ইমরুল সর্বোচ্চ ১৪৪ রান করেন। এছাড়া অলরাউন্ডার সাইফউদ্দিন ৫০ ও মোহাম্মদ মিথুনের ব্যাট থেকে আসে ৩৭ রান।

জিম্বাবুয়ের পক্ষে কাইল জারিভস ৩৭ রানে ৪টি এবং তেন্দাই চাতারা ৫৫ রানে নেন ৩ উইকেট।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
October 2018
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া