adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মঙ্গলবার দৃষ্টিহীনদের জাতীয় দাবা শুরু

নিজস্ব প্রতিবেদক : ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ‘দৃষ্টিহীনদের জাতীয় দাবা প্রতিযোগিতা-২০১৮’। তৃতীয়বারের মতো এই প্রতিযোগিতায় পৃষ্ঠপোষকতা করছে ওয়ালটন গ্রুপ। ন্যাশনাল ফেলোশিপ ফর দি অ্যাডভান্সমেন্ট অব ভিজ্যুয়ালি হ্যান্ডিক্যাপড (এনএফএভিএইচ) এর ব্যবস্থাপনায় এই প্রতিযোগিতা চলবে বৃহস্পতিবার পর্যন্ত।

‘৫০তম বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস’ উপলক্ষ্যে মূলত এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আজ সোমবার ৫০তম বিশ্ব সাদাছড়ি নিরাপত্ত দিবস উপলক্ষ্যে জাতীয় ক্রীড়া পরিষদের সামনে থেকে একটি র‌্যালি বঙ্গবন্ধু স্টেডিয়াম ঘুরে আবার ক্রীড়া পরিষদের সামনে এসে শেষ হয়। র‌্যালিতে ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে সাদাছড়ি বিতরণ করা হয়। এরপর এবারের এই দৃষ্টিহীনদের জাতীয় দাবার তৃতীয় আসর উপলক্ষ্যে অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের সিনিয়র অপারেটিভ ডিরেক্টর (গেমস অ্যান্ড স্পোর্টস) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন), বাংলাদেশ দাবা ফেডারেশনের সহ-সভাপতি কে.এম শহীদউল্যা, দাবা ফেডারেশনের প্রশাসনিক কর্মকর্তা ও আন্তর্জাতিক বিচারক হারুন অর রশিদ ও ন্যাশনাল ফেলোশিপ ফর দি অ্যাডভান্সমেন্ট অব ভিজ্যুয়ালি হ্যান্ডিক্যাপড (এনএফএভিএইচ) এর মহাসচিব মো. জাহাঙ্গীর আলমসহ অন্যান্যরা।

সংবাদ সম্মেলনে জানানো হয় গেল বছর ৫০ জন দৃষ্টিহীন দাবাড়– অংশ এই প্রতিযোগিতায় অংশ নিলেও এবার অবশ্য অংশগ্রহণকারীদের সংখ্যা বেড়েছে। এবারের এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন স্থান থেকে ৬০ জন দৃষ্টিহীন দাবাড়ু অংশ নিচ্ছেন। প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রত্যেক দৃষ্টিহীন দাবাড়–কে ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে হোম অ্যাপ্লায়েন্স দিয়ে উৎসাহিত করা হবে। এছাড়া শীর্ষ দশজনকে আরো একটি করে হোম অ্যাপ্লায়েন্স দিয়ে উৎসাহিত করা হবে এবং প্রতিযোগিতার সেরা পাঁচজন হোম অ্যাপ্লায়েন্সের পাশাপাশি অর্থ পুরস্কার পাবেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
October 2018
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া