adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

প্রতিপক্ষ টটেনহ্যাম – বার্সার কপালে চিন্তার ভাঁজ

স্পাের্টস ডেস্ক : সেই ২০১৫ সালে শেষ চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল বার্সেলোনা। তারপর আর ট্রফি ছুঁয়ে দেখা হয়নি। চলতি নতুন মৌসুমে বার্সার অধিনায়ক হয়েই লিওনেল মেসি বলেছিলেন, তাঁর প্রধান লক্ষ্য চ্যাম্পিয়ন্স লিগ জেতা। প্রথম ম্যাচেই পিএসভি আইন্দোভেনকে ৪–০ উড়িয়ে দিয়েছিল বার্সা। হ্যাটট্রিক করেছিলেন মেসি।

কিন্তু দ্বিতীয় ম্যাচে শক্তিশালী টটেনহ্যামের বিরুদ্ধে তাদেরই ঘরের মাঠে নামার আগে বার্সার কপালে চিন্তার ভাঁজ। লা লিগায় একদম ভাল খেলতে পারছে না এরনেস্তো ভালভার্দের দল। পরপর তিন ম্যাচে পয়েন্ট নষ্ট করেছে তারা। রক্ষণের হাল বিশেষ সুবিধার নয়। প্রতি ম্যাচে গোল খাওয়া এখন নিয়ম হয়ে দাঁড়িয়েছে বার্সেলোনার। যা নিয়ে চিন্তিত অধিনায়ক মেসি।

টটেনহ্যাম যে ভালই বেগ দেবে, তা অজানা নয় তার। দলের রক্ষণ যে মেসিকেও ভাবাচ্ছে, তা পরিষ্কার হয়ে গেছে তাঁর কথায়। তিনি জানান, ‘‌জানি, আমাদের রক্ষণ আরও শক্তিশালী করতে হবে। গতবার আমাদের বিরুদ্ধে গোল করা বিপক্ষের কাছে কঠিন ছিল। কিন্তু এবার সমস্যা হচ্ছে না।’‌

বার্সা টিম ম্যানেজমেন্ট আরও চিন্তিত। কেননা টটেনহ্যাম ম্যাচে তারা পাবে না রক্ষণের অন্যতম স্তম্ভ স্যামুয়েল উমতিতিকেও। আইন্দোভেন ম্যাচে বার্সা বড় ব্যবধানে জিতলেও লাল কার্ড দেখেছিলেন তিনি। সেক্ষেত্রে উমতিতির জায়গায় খেলবেন ফরাসি সেন্টার ব্যাক ক্লেমেন্ত লেংলেট।
টটেনহ্যামের বিরুদ্ধে নামার আগে তিনি আবার মেসির প্রশংসায় পঞ্চমুখ। ক্লেমেন্ত বলেছেন, ‘‌মেসি হল গ্রেট লিডার। তার নেতৃত্ব উদাহরণযোগ্য। খুব বেশি কথা বলে না। কিন্তু যখন বলে সবাই তার কথা শোনে।’‌

এদিকে, টটেনহ্যাম ম্যাচ নিয়ে মেসির মন্তব্য, ‘‌একটা শক্তিশালী দলের বিরুদ্ধে খেলতে নামব। যা বেশ কঠিন হতে চলেছে আমাদের কাছে। কিন্তু আমাদের মাথা ঠান্ডা রেখে খেলতে হবে। খেলায় অনেক উন্নতিও করতে হবে।’‌

যদিও বার্সার বিরুদ্ধে নামার আগে যথেষ্ট চিন্তায় আছে টটেনহ্যামও। দলে চোট-আঘাতের সমস্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। চোটের জন্য খেলতে পারবেন না দুই ডিফেন্ডার অরিয়ের ও ভার্তোঙ্ঘেন, দুই মিডিও দেম্বেলে ও এরিকসন। চোটের জন্য বার্সা ম্যাচ থেকে ছিটকে গেছেন ডেলে আলিও।

তবুও ঘাবড়াচ্ছেন না টটেনহ্যাম কোচ মরিসিও পোচেত্তিনো। তিনি বলেছেন, ‘‌আমরা হাসিমুখেই বার্সিলোনার বিরুদ্ধে খেলতে নামব। ওদের বিরুদ্ধে খেলাটাকে উপভোগ করব, কারণ ওই দলে রয়েছে বিশ্বের সেরা প্লেয়ার মেসি। আশাবাদী হয়েই মাঠে নামবে আমাদের ছেলেরা।’‌

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
October 2018
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া