adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

নির্বাচনে সবাই অংশ নিবে, আশাবাদ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক : আগামী জাতীয় নির্বাচনে সব দল অংশ নেবে বলে আশার কথা জানিয়ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে ২০১৪ সালের মতো কেউ বর্জন করলে সরকারের কিছু করার নেই, সেটিও জানিয়ে দিয়েছেন তিনি।

জাতিসংঘের সাধারণ পরিষদে যোগদান শেষে বুধবার গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

চ্যানেল আই এর বার্তা প্রধান শাইখ সিরাজ প্রধানমন্ত্রীর কাছে জানতে চান, ‘আপনি নিজেও চান সব দলের অংশগ্রহণে নির্বাচনটা হোক, কিন্তু আপনি কতটা আশাবাদী?’

জবাবে শেখ হাসিনা বলেন, ‘আমরা এটা মনে করি। হ্যাঁ, এবার সব দলই আসবে। এটা আমরা আশা করি। তবে যদি কেউ না আসে, সেটা তাদের দলীয় সিদ্ধান্ত। সেখানে আমাদের কোনো কিছু একটা করণীয় নেই ‘

‘বাংলাদেশের মানুষ নির্বাচন চায় এবং তারা নির্বাচনে অংশগ্রহণ করবে। এখানে এত দল, সেখানে কোন দল আসবে আর কোন দল আসবে না, সেটা তাদের দলীয় সিদ্ধান্ত। তাদের সিদ্ধান্ত তো আর আমি নিতে পারি না। এটা তাদের নিতে হবে।’

আদালতের রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের কারণে ২০১৪ সালের দশম সংসদ নির্বাচন বর্জন করে বিএনপি। এবারও তারা নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবি জানিয়ে যাচ্ছে। আর না হলে ভোটে আসবে না-এমনটাই বলছে।

ওই নির্বাচনে বিএনপিকে আনতে প্রধানমন্ত্রী নানা উদ্যোগ দিয়েছিলেন। তবে এবার তিনি কোনো উদ্যোগ নিচ্ছেন না, সেটি আগেও জানিয়েছেন, আজকেও জানিয়েছেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘২০০৮ এর নির্বাচনের পর ২০১৪ এর নির্বাচনের পূর্বে তখন আমার একটা চেষ্টা ছিল যে, তখনকার যারা প্রধান বিরোধীদল ছিল বা অন্যান্য বিরোধী দল, আমি তাদের একটা আস্থার জায়গা সৃষ্টি করার জন্য আহ্বান করেছিলাম, যে আসুন সকলে মিলে একটা সরকার গঠন করে নির্বাচন করি।’

‘তখন বিরোধী দল বলতে পার্লামেন্টে যারা ছিল, তারা কিন্তু সাড়া দেয়নি। অন্যান্য যেসব দল সাড়া দিয়েছিল, আমরা তাদেরকে নিয়েই একটা নির্বাচন করি। সেই নির্বাচন ঠেকানোর নামে পুড়িয়ে পুড়িয়ে মানুষ মারা।’

‘আপনারা চিন্তা করে দেখুন, আপনারা কাদের জন্য এত উদ্বেগ প্রকাশ করছেন? মানুষকে যারা মানুষ হিসেবে গণ্য করে না। মানুষকে যারা আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করতে পারে, যারা মানুষের ওপর এত জুলুম করতে পারে, তাদের জন্য এত কান্নাকাটি, এত মায়াকান্না কেন, আমি বুঝতে পারি না।’

‘এটা তো দেশবাসীকে বুঝতে হবে। কয়েক হাজার মানুষকে তারা পুড়িয়েছে। আপনারা তো সাংবাদিক। আপনারা কি খোঁজ নিয়েছেন, যারা মারা গেছে, তারা তো মারা গেছে, কিন্তু যারা পুড়ে এখন মানবেতর জীবনযাপন করছে, তারা পুড়ে এখন কী অবস্থায় আছে?’

‘সামান্য এতিমের টাকার লোভ যারা সামলাতে পারে না, আর মানুষ পুড়িয়ে হত্যা করে, তাদের জন্য এত দরদ, এত সিমপ্যাথি, এত কান্নাকাটি, তাদেরকে আনার জন্য এত ব্যস্ত কী কারণে?’

‘আমি ইভিএমের পক্ষে’

ইভিএম কতটুকু ব্যবহার করা সমর্থন করেন- এমন প্রশ্নেরও জবাব দেন প্রধানমন্ত্রী। বলেন, ‘আমি কিন্তু ইভিএমের পক্ষে। আজ পর্যন্ত নির্বাচনে যতটুকু পরির্তন বা আধুনিকায়ন আমরা করেছি। এখন ডিজিটাল বাংলাদেশ। আপনি যদি মোবাইলে টিপ দিয়ে টাকা পাঠাতে পারেন, ভোটটা আপনার প্রিয় জিনিস, ভোটটাই বা আপনি দিতে পারবেন না কেন। বরং এমন একটা ইয়ে তৈরি করা উচিত, আপনি মোবাইল থেকেও ভোটটা দিতে পারেন, কষ্ট করে আর যাওয়া লাগবে না।’

‘আগে ইভিএমটা হোক। আমরা একনেকে প্রজেক্ট পাস করে দিয়েছি। যেহেতু একনেকে পাস করেছি, বুঝতেই পারেন, আমাদের মানসিকতাটা কী?’

ইভিএমে অনেক সুবিধা জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘মানুষ যাচ্ছে, টিপ দিচ্ছে, ভোট দিচ্ছে, সাথে সাথে গুনে রেজাল্ট পেয়ে যাচ্ছে।’

জিয়াউর রহমান ও হুসেইন মুহম্মদ এরশাদের সেনা শাসনামলের ভোটের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘আগে যেমন সিল মেরে বাক্স নিয়ে গেল বা একটা গাড়িতে করে যেয়ে ভোট দিল, ১০টা হোন্ডা, ২০টা গুন্ডা, নির্বাচন ঠান্ডা, অন্তত সে জায়গা থেকে তো মুক্ত।’

‘নির্বাচনকালীন সরকার ছোট হবে’

আগামী নির্বাচন পরিচালনার জন্য সরকার গঠনে দুই একটা দলের সঙ্গে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী। বলেন, ‘অন্যদের সাথে আলোচনা করে আমরা এটা ঠিক করব। ও রকম সুনির্দিষ্ট ফর্মুলা নাই।’

‘কেবিনেট হয়ত ছোট করে নিয়ে করতে পারি। কারণ, ফ্রিভাবে চলাচল করা ইলেকশনে আইন অনুযায়ী সমস্যা আছে।’

এই সরকারে বিএনপিকে আমন্ত্রণ জানানো হবে না বলেও জানান প্রধানমন্ত্রী। বলেন, ‘গতবার চেষ্টা করেছিলাম যাতে করে সবাইকে অ্যাকোমোডেট করতে পারি বা সবাই যেন আসে। কিন্তু এবার সে সমস্যা নেই।’

সংবাদ সম্মেলনে ডিজিটাল নিরাপত্তা আইন, সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিষয়েও প্রশ্ন রাখা হয় প্রধানমন্ত্রীকে। জবাবে তিনি বলেন, সঠিক সাংবাদিকতা করলে ভয়ের কিছু নেই। আর সিনহার বিষয়টি তিনি পর্যবেক্ষণ করছেন।

অন্য এক প্রশ্নে প্রধানমন্ত্রী জানান, মিয়ানমার রোহিঙ্গাদেরকে ফিরিয়ে নেবে বলে কথা দিয়েছে। আন্তর্জাতিক গোষ্ঠীও এ জন্য তাদেরকে চাপ দিচ্ছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
October 2018
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া