adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

হংকংকে হালকাভাবে নিচ্ছে না ভারত

নিজস্ব প্রতিবেদক : দুর্বল হংকংয়ের বিরুদ্ধে অলরাউন্ড পারফরমেন্স দেখিয়ে এশিয়া কাপে নিজস্ব প্রথম ম্যাচে ৮ উইকেটে বড় জয় পেয়েছে পাকিস্তান। এ যেনো দুর্বলের উপর সবলের অত্যাচার। একদিন বিরতির পর হংকং মঙ্গলবার মোকাবিলায় নামছে ওয়ানডে ক্রিকেটের র‌্যাংকিংয়ে দ্বিতীয় ভারতের বিরুদ্ধে।

আরব আমিরাতের দুবাই স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৫টায়। হংকংয়ের অধিনায়ক অনসুমান রাত অবশ্য ভারতের বিরুদ্ধে জয়ের আশাবাদ ব্যক্ত করেননি। মিডিয়ার সামনে শুধু বলেছেন, ভালো খেলার প্রত্যাশার কথা। পাকিস্তানের বিরুদ্ধে খেলতে গিয়ে যে ভুলগুলো করেছেন সে গুলো ভারতের বিরুদ্ধে হবে না বলেও তিনি উল্লেখ করেন।

পাকিস্তানের বিরুদ্ধে হংকং ৫০ ওভার খেলতে পারেনি। ৩৭.১ ওভারেই ১১৬ রানে গুটিয়ে যায় অনসুমানদের ইনিংস। এমনকি পাকিস্তানকেও ৫০ ওভার খেলাতে পারেনি হংকং বোলাররা। ২৩.৪ ওভার ব্যাট করে পাকিস্তান ৮ উইকেটের বড় ব্যবধানে জয় তুলে নেয়।

মঙ্গলবার ভারতকে নিয়ে নানা পরিকল্পনা করছেন হংকং অধিনায়ক। রান যাই হোক, পুরো ৫০ ওভার খেলাই তাদের মূল লক্ষ্য। সাংবাদিকদের অধিনায়ক বলেন, আমাদের গ্রুপে দুটি দলই ঢের শক্তিশালী। এশিয়া কাপে আমাদের হারানোর কিছু নেই। ভারত ও পাকিস্তানের মতো দলের বিরুদ্ধে খেলে আমরা অনেক কিছু শিখতে পারবো। এটাই হবে আমাদের প্রাপ্তি। ওদিকে ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা বেশ খোশ মেজাজেই আছেন। প্রতিপক্ষ হংকংকে নিয়ে একদমই ভাবছেন না। তিনি সাংবাদিকদের বলেছেন, পাকিস্তান, বাংলাদেশ ও শ্রীলঙ্কার মতোই প্রতিপক্ষ মনে করছি হংকংকেও। আমার কাছে সব ম্যাচই গুরুত্বপূর্ণ।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2018
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া