adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্র বাতিল করল ফিলিস্তিনি দূতের পরিবারের সদস্যদের ভিসা

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনি কর্মকর্তাদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিকতম পদক্ষেপে ওয়াশিংটনে নিযুক্ত পিএলও দূতের পরিবারের সদস্যদের ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র।

ফিলিস্তিনি দূত হুসাম জমলত বলেছেন, দুই সন্তানসহ তার পরিবারের সদস্যদের মার্কিন ভিসা বাতিল করা হয়েছে জানানোর পর তারা যুক্তরাষ্ট্র ত্যাগ করেন। ২০২০ সাল পর্যন্ত তাদের ভিসার মেয়াদ ছিল।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানায়, গত সপ্তাহে যুক্তরাষ্ট্র প্যালেস্টাইনিয়ান লিবারেশন অর্গানাইজেশন বা পিএলও-এর সব কূটনৈতিক অফিস বন্ধ করার ঘোষণা দেয়ার পর এই পদক্ষেপ নেয়া হলো। আগামী মাস থেকে যুক্তরাষ্ট্রে পিএলওর কূটনৈতিক অফিস বন্ধের সিদ্ধান্ত কার্যকর হবে।

পিএলও’র নির্বাহী কমিটির সদস্য হানান আশরাউই জমলতের ভিসা বাতিলের নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, ‘মনে হচ্ছে ওয়াশিংটনে আমাদের অফিস বন্ধ করতে যুক্তরাষ্ট্রের ঘোষণাই যথেষ্ট তারা মনে করেনি। ট্রাম্প প্রশাসনের এই প্রতিহিংসাপরায়ণ আচরণ বিদ্বেষপূর্ণ।’

এক সাক্ষাৎকারে জমলত বলেন, তার দূতাবাসের দুই কর্মচারী স্টেট ডিপার্টমেন্টের অনুরোধে তাদের কর্মকর্তাদের সঙ্গে দেখা করেন।

‘স্টেট ডিপার্টমেন্ট আমার সহকর্মীদের জানান, আমার স্ত্রী ও সন্তানদের ভিসা পিএলওর প্রতিনিধিত্বের জন্য প্রদান করা হয়েছে। আমাদের অফিস বন্ধ করে দেয়ায় এগুলো আর বৈধ নয়। তারা সেখানে থাকতে চাইলে তাদের অভিবাসনের অবস্থা (immigration status) বদলাতে হবে,’ জানান জমলত।

তিনি আরও বলেন, ‘এটা কূটনৈতিক নিয়মের পরিপন্থী। রাজনৈতিক বিরোধের সঙ্গে শিশু, বিবাহিক সম্পর্কে আবদ্ধ ব্যক্তি ও পরিবারের সদস্যদের কোনো সম্পর্ক নেই।’

ফিলিস্তিনি কর্মকর্তা এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের দীর্ঘ কর্মসূচির সর্বশেষ পদক্ষেপ ভিসা বাতিলের এই সিদ্ধান্ত।

আগস্ট মাসের শেষে যুক্তরাষ্ট্র ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘকে দেয়া অর্থ বরাদ্দ বাতিল করে। ইসরাইল প্রতিষ্ঠার সময় অইস ফিলিস্তিনিকে তাদের বাড়িঘর থেকে উচ্ছেদ করা হয়েছিল।

উৎখাত হওয়া শরণার্থী ফিলিস্তিনি ও তাদের বংশধরদের সংখ্যা ৫০ লক্ষ।

ওই মাসেই যুক্তরাষ্ট্র ইসরাইলের দখলকৃত পশ্চিম তীর ও অবরুদ্ধ গাজা উপত্যকার ফিলিস্তিনিদের জন্য বরাদ্দকৃত ২০ কোটি ডলার অর্থনৈতিক সহায়তা বাতিল করে।

যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ থেকে হাসপাতালগুলোও বাদ যায় নি। দখলকৃত পূর্ব জেরুজালেমের ছয়টি হাসপাতালকে ২৫ মিলিওন ডলার সহায়তা দাঁড় পরিকল্পনাও তারা বাতিল করে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2018
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া