adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বড় ছেলেকে নিয়ে রোনালদোর বড় স্বপ্ন

স্পাের্টস ডেস্ক : বাবার পথে হাঁটছেন রোনালদো জুনিয়র। আট বছর বয়সি এ কিশোরের স্কিল এরই মধ্যে দেখেছে গোটা বিশ্ব।

বাবার মতোই বাইসাইকেল কিকে গোল করেছে। জোড়ালো শটে বল জালে পাঠিয়েছে, ফ্রি কিক থেকে দূরপাল্লার শটে গোল করেছে। উড়ন্ত হেডে গোলও করেছে দুরন্ত জুনিয়র। পুরো ক্রিস্টিয়ানো রোনালদোর কার্বনকপি! সন্তান যত স্বল্প ক্ষমতা সম্পন্ন হোক না কেন, পিতার গুণ কিছুটা হলেও সন্তানের মধ্যে থাকে। রোনালদো জুনিয়র বাবার সবকিছুই পেয়েছে!

ক্রিস্টিয়ানো রোনালদোর স্বপ্ন রোনালদো জুনিয়রও একদিন বড় মাপের ফুটবলার হবে। দাপিয়ে বেড়াবে গোটা বিশ্ব। রোনালদো বিশ্বাস করেন তার ছেলে তাকেও ছাড়িয়ে যাবে। এজন্য সন্তানকে বেশ ভালোভাবেই প্রশিক্ষণ দিচ্ছেন রোনালদো।

রোনালদো বলেছেন,‘ও দারুণ প্রতিদ্বন্দ্বী, অনেকটাই আমার মতো। আমিও ওর বয়সে এমনই ছিলাম। ও হারতে পছন্দ করে না। আমার শতভাগ বিশ্বাসী ও আমার মতো হবে। আশা করছি আমার অভিজ্ঞতা, আমার অনুপ্রেরণা, আমার গোল ওকে আত্মবিশ্বাসী করে তুলবে। আমি তাকে কিছুটা হলেও ফুটবল জ্ঞান দিতে পারব।’

ছেলেকে ফুটবলার বানাতে চান রোনালদো। তবে ছেলের ইচ্ছাকে শতভাগ গুরুত্ব দিতে চান জুভেন্টাসের এ ফরোয়ার্ড। রোনালদো বলেছেন,‘আমি চাই ও ফুটবল বেছে নিক। তবে ও যদি ভিন্ন কিছু বেছে নেয় তাহলে আমি মানা করবো না। আমি সব সময় ওকে সহযোগিতা করব। আমি মনে করি ফুটবলার হওয়ার মতো মেধা ওর রয়েছে।’

‘ওর ফিটনেস দারুণ। ও দ্রুত দৌড়াতে পারে। স্কিল অনন্য। শট নেওয়ার ক্ষমতাও আছে। এখনও রোনালদো অনেক ছোট। আমার সিদ্ধান্ত তাকে চাপিয়ে দিতে পারি না। আমার ছেলে ফুটবলার হবে এটা আমার স্বপ্ন।’- বলেছেন রোনালদো।

বড় ছেলেকে নিয়ে অনেক বড় স্বপ্ন দেখছেন রোনালদো। সেই স্বপ্ন পূরণে কিছুটা এগিয়ে গেছেন দুজন। অবসরে বাপ-বেটা দুজনই ফুটবল নিয়ে নেমে পড়েন মাঠে। ট্রেনিং চলছে পুরোদমে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
August 2018
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া